কলকাতা: সঞ্জয় কপূরের (Sunjay Kapur) মৃত্যু ফের খবরের শিরোনামে তুলে এনেছে বলিউড অভিনেত্রী করিশ্মা কপূর (Karishma Kapoor) -কে। সঞ্জয় ছিলেন করিশ্মার প্রাক্তন স্বামী। ২০১৬ সালে বিচ্ছেদ হয়ে যায় সঞ্জয় ও করিশ্মার। এরপরে আর বিয়ে করেননি করিশ্মা। দুই সন্তানকে নিয়ে একাই থাকেন তিনি। তবে জানেন কি, এর আগে অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল করিশ্মার। বাগদান হয়ে গিয়েছিল। তবে সেই বিয়ে ভেঙে যায়। একটি সাক্ষাৎকারে করিশ্মা জানিয়েছেন, তাঁর বাগদান ভেঙে যাওয়ার পরে তিনি ভেঙে পড়েছিলেন।

অভিষেকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে অকপট করিশ্মা

একটি পুরনো সাক্ষাৎকারে করিশ্মা কপূর অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর বাগদান ভাঙা নিয়ে কথা বলেছিলেন। কঠিন সময়ে তাঁর সাহায্য করার এবং তাঁর সঙ্গে থাকার জন্য তিনি তাঁর কাপূর পরিবারকে ধন্যবাদ জানিয়েছিলেন। করিশ্মা কাপূর বলেছিলেন, 'এই বিষয়টা নিয়ে এখন কথা বলাই যায়। আমি সবার কাছে কৃতজ্ঞ। এই বছরের শুরুটা আমার জন্য বেদনাদায়ক ছিল। আমি চাই না কোনও মেয়ে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাক। আমাকে আমার দুঃখ এবং কষ্টের সঙ্গে একাই লড়তে হয়েছে।" এছাড়াও তিনি বলেন, 'আমার মনে হয় সময় সবচেয়ে ভালো ওষুধ। যদিও আমি অনেক কিছু সহ্য করেছি, তবে যা হয়েছে, আমি তার সঙ্গে মানিয়ে নিয়েছি। আমি শুধু এটুকুই বলব যে যা হওয়ার কথা, তা হবেই। আমি আমার সমস্যার মোকাবিলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। জীবন আপনাকে আলাদা কার্ড দেয়। আপনাকে শুধু পরিবর্তনের সঙ্গে চলতে হয়।"

পরিবার সম্পর্কে করিশ্মা

করিশ্মা আরও বলেছিলেন, 'আমি মিডিয়াকে এত বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়টিকে দেখার জন্য এবং সমর্থন করার জন্য ধন্যবাদ জানাতে চাই। সবাই আমাকে একা ছেড়ে দিয়েছিল। আমি এর বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই যে আমার বাবা-মা (ববিতা এবং রণধীর কাপূর), বোন (করিনা), আমার ঠাকুমা (কৃষ্ণা রাজ কাপূর), আমার দুই মাসি (রীমা জৈন এবং ঋতু নন্দা) এবং আমার ঘনিষ্ঠ বন্ধু না থাকলে আমি আমার আঘাত থেকে বের হতে পারতাম না।'

কেন অভিষেক বচ্চনের সঙ্গে করিশ্মার বাগদান ভেঙে গিয়েছিল?

কেন অভিষেক আর করিশ্মার বাগদান ভেঙে গিয়েছিল, সেই বিষয়ে কখনও বচ্চন বা কপূর পরিবারের তরফ থেকে কিছু বলা হয়নি। তবে কিছু প্রতিবেদনে বলা হয়, করিশ্মার মা ববিতার জন্যই এই বিয়ে ভেঙে যায়। যে সময়ে অভিষেক আর করিশ্মার বিবাহ ঠিক হয়েছিল, সেই সময়ে করিশ্মা ছিলেন সফল প্রথম সারির নায়িকা। একাধিক সিনেমা করে ফেলেছেন তিনি। ১৯৯১ সালে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন করিশ্মা। ফলে বিবাহের আগেই তিনি সফল ছিলেন। অন্যদিকে অভিষেক কেরিয়ার শুরু করেছিলেন ২০০০ সালে। ফলে তখনও তেমন নাম করে উঠতে পারেননি অভিষেক। ববিতা চেয়েছিলেন একটি চুক্তি করতে, যেখানে করিশ্মার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য অমিতাভ বচ্চন তাঁর সম্পত্তির একটি অংশ অভিষেককে দেবেন। যেহেতু অভিষেক তখনও তেমন নাম করে উঠতে পারেননি, তাঁর কেরিয়ার নিয়ে নিশ্চয়তা ছিল না। সেই কারণেই এই চুক্তি করতে চেয়েছিলেন ববিতা। কিন্তু বচ্চন পরিবারের কেউই এই চুক্তিতে রাজি হননি। এর ফলে করিশ্মা ও অভিষেকের বিয়ে ভেঙে যায়।