মুম্বই: ২০১৮ সালে মুক্তি পেয়েছিল বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aartan) ছবি 'সোনু কি টিটু কি সুইটি'। বক্স অফিসে ভালো ব্যবসা করা এই ছবি দেখতে দেখতে চার বছর পূরণ করে ফেলল। নিজের ছবির চতুর্থ বর্ষপূর্তি অন্যভাবে উদযাপন করলেন 'ধামাকা' অভিনেতা। কেরিয়ারের অন্যতম সফল ছবির চতুর্থ বর্ষপূর্তিতে বিশেষ মানুষদের সঙ্গে কাটালেন অনেকটা সময়।


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডে বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন 'শেহজাদা' অভিনেতা কার্তিক আরিয়ান। ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, বহু মানুষের সঙ্গে সেখানে উপভোগ করছেন অভিনেতা। তবে, এই মানুষেরা সাধারণ নন। এরা ক্যানসারকে জয় করেছেন। মারণ রোগ ক্যানসারকে হারিয়ে জীবন যুদ্ধে জয়ী বিশেষ মানুষদের সঙ্গে 'সোনু কি টিটু কি সুইটি' ছবির চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করছেন কার্তিক আরিয়ান। ভিডিও পোস্ট করে অভিনেতা লিখেছেন, ''সোনু কি টিটু কি সুইটি' ছবির চতুর্থ বর্ষপূর্তি এর থেকে ভালো আর হতে পারত না। এমন শক্তিশালী মানুষদের সঙ্গে সময় কাটাতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।' কার্তিক আরিয়ানের এই পোস্টে ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। ছবি নির্মাতা একতা কপূর অভিনেতাকে কমেন্টে ভালোবাসার চিহ্ন দিয়েছেন। তাঁর এমন মানবিক উদ্যোগে দারুণ খুশি অনুরাগীরা।




বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ধামাকা' ছবিতে। যদিও এই ছবিটি সিনেমা হলে নয়, মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। তাঁর হাতে এই মুহূর্তে রয়েছে একাধিক ছবি। 'ভুল ভুলাইয়া টু', 'ক্যাপ্টেন ইন্ডিয়া', 'ফ্রেডি', 'শেহজাদা' এবং সাজিদ নাদিয়াদওয়ালার নাম ঠিক না হওয়া একটি ছবিতে দেখা যাবে তাঁকে।


আরও পড়ুন - Tarun Majumdar Exclusive: এখন বছরে আমার চার-পাঁচবার জন্মদিন হয়: তরুণ মজুমদার


প্রসঙ্গত, সম্প্রতি কার্তিক আরিয়ানের বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ ওঠে। জানা যায়, 'পুষ্পা' খ্যাত আল্লু অর্জুনের 'আলা বৈকুন্ঠপুরামুলু' ছবির হিন্দি ডাবিং ভার্সন যেন সিনেমাহলে মুক্তি না পায়, তাহলে ছবি থেকে সরে যাবেন বলে প্রযোজকদের হুমকি দিয়েছেন কার্তিক আরিয়ান। এদিকে এক সাক্ষাৎকারে 'শেহজাদা' প্রযোজক মনীশ শাহ অভিনেতার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তুলে জানান যে, ইতিমধ্যেই শেহজাদা ছবির জন্য প্রায় ৪০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। এই অবস্থায় যদি কার্তিক আরিয়ান ছবি থেকে সরে যান, তাহলে ৪০ কোটি টাকার ক্ষতি হবে। এটা কার্তিক আরিয়ানের চূড়ান্ত অপেশাদারিত্বের পরিচয়। যদিও পাশে দাঁড়ান অনেকেই। 'শেহজাদা' ছবির আর এক প্রযোজক ভূষণ কুমার আবার পাশে দাঁড়িয়েছেন কার্তিক আরিয়ানের। অভিনেতার পাশে দাঁড়িয়ে তিনি বলেন, 'আমরা প্রযোজকরা অনুভব করি যে, 'শেহজাদা' ছবিটিই আগে সিনেমাহলে মুক্তি পাওয়া উচিত। 'আলা বৈকুন্ঠপুরামুলু'র হিন্দি ডাবিং নয়। আমরা গোল্ডমাইন প্রযোজনা সংস্থাকে অনুরোধ জানাব, যেন এই ছবির হিন্দি ভার্সন সিনেমাহলে মুক্তি না পায় তার জন্য।'