নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত 'ভুল ভুলাইয়া ২'-এর (Bhool Bhulaiyaa 2) টাইটেল ট্র্যাক। কার্তিক আরিয়ান (Kartik Aaryan) নজর কেড়েছেন সেই দ্বিতীয় ভার্সনে। প্রথম ছবিতে অক্ষয় কুমারের অদেখা অবতারে 'ভুল ভুলাইয়া' গানে নাচের স্মৃতি এখনও সকলের মনে তাজা। তাই প্রশ্ন উঠেছিল যে কার্তিক আরিয়ান সেই রেশ ধরে রাখতে পারবে কি না। তবে কেবল এই গানের নিরিখে বললে এখনও পর্যন্ত অনুরাগীদের আশাহত করেননি কার্তিক। 


অনুরাগীদের সঙ্গে নাচ কার্তিকের


আপাতত নিজের আগামী ছবি 'ভুল ভুলাইয়া ২'-এর প্রচারে ব্যস্ত কার্তিক আরিয়ান। শ্রোতারাও মন দিয়েছেন নতুন ছবির নতুন টাইটেল ট্র্যাককে। এই রেশের মধ্যেই সম্প্রতি এক কাণ্ড ঘটালেন অভিনেতা।


শুক্রবার রাতে, মুম্বইয়ের একের পর এক চারটি ভিন্ন নাইটক্লাবে হাজির হন কার্তিক। স্বাভাবিকভাবেই প্রিয় তারকাকে সামনে পেয়ে অনুরাগীদের উচ্ছ্বাস বাঁধ মানছিল না। সেখানে গিয়ে সদ্য মুক্তিপ্রাপ্ত গানে অনুরাগীদের সঙ্গে পা মিলিয়েছেন কার্তিক আরিয়ান। এমনই বেশ কিছু ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের সঙ্গে গানের 'জিগজ্যাগ স্টেপ' থেকে শুরু করে সেলফি তোলা, সবই করতে দেখা যাচ্ছে অভিনেতাকে।


 



 






বিভিন্ন পাবে যাওয়ার পথে নিজের গাড়িতে বসে একটি ছবিও পোস্ট করেন অভিনেতা। সামনের রিয়ার ভিউ আয়নায় তাঁর চোখ দেখা যায় শুধু, ক্যাপশনে লেখেন, 'তেরি আঁখে ভুল ভুলাইয়া'।


 






এই ইভেন্টের জন্য অভিনেতা বেশ রঙিন প্যাটার্ন করা শার্ট আর কালো প্যান্ট পরেছিলেন। সঙ্গে স্নিকার্স আর সরু কালো সানগ্লাস। দেরি রাত পর্যন্ত প্রচার সেরে পরদিন ভোরে দুবাই উড়ে যান কার্তিক। 


আরও পড়ুন: Mother's Day Special: 'মম' থেকে 'সিক্রেট সুপারস্টার', মা-সন্তানের সম্পর্ক নিয়ে তৈরি ৫ সাম্প্রতিক বলিউড ছবি


প্রসঙ্গত, আগামী ২০ মে মুক্তি পাচ্ছে 'ভুল ভুলাইয়া ২'। ছবিতে রয়েছেন কিয়ারা আডবাণীও।