মুম্বই: নিঃসন্দেহে এই মুহূর্তে বলিউডের হার্টথ্রব কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক ছবি। আর যে ছবিতেই তিনি অভিনয় করছেন, তা বক্স অফিসে ঝড় তুলছে। শুধু দেশেই নয়, সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে তাঁর অনুরাগীরা। বিভিন্ন সময়ে অনুরাগীদের সঙ্গে কার্তিককে কথা বলতে দেখা যায়। আর সেই জন্য়ই নেটিজেনদের কাছে তিনি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছেন রোজ রোজ। অনুরাগীদের সঙ্গে তারকাসুলভ আচরণ না করেই কথা বলার জন্য তিনি প্রশংসিতও হন। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, নয়াদিল্লিতে একটি শপিং মলের বাইরে উত্তেজিত জনতা ঘিরে ধরেছে তাঁকে। কী হল তারপর?


কার্তিক আরিয়ান ঘিরে ধরে কী করল জনতা?


সম্প্রতি যে ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে, একটি শপিং মলের বাইরে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের গাড়ি ঘিরে রয়েছে জনতা। বি টাউনের হার্টথ্রব এই তারকাকে হাতের কাছে পেয়ে এক মুহূর্তও ছাড়তে চাননি কেউ। জনতার ভিড় না সরে যাওয়া পর্যন্ত গাড়ি নিয়ে বেরোতেও পারছেন না অভিনেতা। আর উত্তেজিত জনতা তাংর সঙ্গে একটা সেলফি তোলার জন্য় মরিয়া হয়ে উঠেছেন। এমনকি অভিনেতার এক মহিলা অনুরাগীকে দেখা যায়, একটা সেলফি তোলার জন্য কেঁদে ফেলতে। 



আরও পড়ুন - Malaika Arora: আরবাজের পরিবারের কাছে কতটা 'কাছের মানুষ' তিনি? বিস্ফোরক মালাইকা


প্রসঙ্গত, চলতি বছরটা কার্তিক আরিয়ানের যে অত্যন্ত ভালো যাচ্ছে, তা বলাই বাহুল্য। চলতি বছর তাঁর মুক্তি পাওয়া ছবি 'ভুলভুলাইয়া ২' ১০০ কোটিরও বেশি ব্যবসা করেছে বক্স অফিস কালেকশনে। সদ্য় কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় তাঁর ছবি 'ফ্রেডি'। যা ইতিমধ্য়েই দর্শকদের মন জিতে নিয়েছে। কার্তিক আরিয়ানকে শীঘ্রই দেখা যাবে 'শেহজাদা' ছবিতে। যেটি মুক্তি পাবে ২০২৩-এর ১০ ফেব্রুয়ারি। এছাড়াও 'হেরা ফেরি ৩', 'ক্যাপ্টেন ইন্ডিয়া' এবং আরও বেশ কয়েকটি নাম ঠিক না হওয়া ছবি রয়েছে তাঁর হাতে।