মুম্বই: অক্ষয় কুমারের (Akshay Kumar) পর এবার সলমন খানের (Salman Khan) জুতোয় পা গলালেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। বর্তমানে বলিউডের জনপ্রিয় তারকাদের তালিকায় বেশ উপরের দিকেই থাকেন তিনি। তাঁকে ঘিরে দর্শকদের উন্মাদনাও যথেষ্ট। অক্ষয় কুমারের 'তেরি আঁখে ভুলভুলাইয়া'র পর এবার কার্তিক আরিয়ানকে দেখা গেল সলমন খানের 'রেডি' (Ready) ছবির 'ক্যারেক্টার ঢিলা' (Character Dheela) গানের রিমেকে। গান দেখে প্রতিক্রিয়া দিলেন খোদ ভাইজান। কী বললেন তিনি?


'শেহজাদা' ছবিতে 'ক্যারেক্টার ঢিলা ২.০' নিয়ে আসলেন কার্তিক আরিয়ান-


সদ্যই নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ানের 'শেহজাদা' (Shehzada) ছবির 'ক্যারেক্টার ঢিলা ২.০' (Character Dheela 2.0) গানটি। সলমন খানের 'রেডি' ছবির 'ক্যারেক্টার ঢিলা' গানের রিমেক এটি। মাত্র কিছু ঘণ্টাতেই এই গানের ভিউ নজর কাড়ছে। প্রতি ঘণ্টা লাফ দিয়ে বাড়ছে ভিউ। জনপ্রিয় আসল গানের রিমেক কেমন হয়েছে, তা নিয়ে নেট দুনিয়ায় কমেন্ট করছেন দর্শকেরা। কার্তিক আরিয়ান এবং সলমন খানের অনুরাগীরা দুটো দলে ভাগ হয়ে গিয়েছেন। কেউ বলছেন সলমনেরটাই সবথেকে ভালো ছিল। সেটার কোনও তুলনাই চলে না। আবার কেউ বলছেন, কার্তিকও ভালো পারফর্ম করেছেন। কিন্তু গান দেখে খোদ ভাইজান কী বলছেন? নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'শেহজাদা' ছবির 'ক্যারেক্টার ঢিলা ২.০' গানটি শেয়ার করে সলমন খান নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। লিখেছেন, 'অনেক শুভেচ্ছা কার্তিক আরিয়ান, রোহিত ধবন, শেহজাদাকে।' সলমনের কমেন্টের পাল্টা উত্তর দিয়েছেন কার্তিকও। তিনি লেখেন, 'সব কা ভাই সব কি জান। শেহজাদাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। মানে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যর আপনার ভালোবাসা এবং সমর্থনের জন্য।'




আরও পড়ুন - Valentine's Day: ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সারাদেশে ফের মুক্তি পাচ্ছে 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে'


এদিকে ইতিমধ্যেই 'ক্যারেক্টার ঢিলা ২.০'র ভিউ পেরিয়ে গিয়েছে ১ কোটি ৮২ লক্ষ। মাত্র কিছু ঘণ্টাতেই এই পরিমাণ ভিউ হয়েছে গানের। কমেন্টে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন দর্শকেরা। কেউ লিখেছেন, 'সলমন স্যরের মুখের অভিব্যক্তিকে কেউ টেক্কা দিতে পারবে না। তবে, কার্তিক আরিয়ানও খুব ভালো অভিনেতা। ও দারুণ ট্যালেন্ট। ওর প্রশংসা করতেই হচ্ছে।' আবার কেউ কমেন্ট করেছেন যে, 'এই ধরনের গানই প্রমাণ করে দেয় যে কেন নয়ের দশকের তারকারা এত বড় তারকা হয়ে উঠেছেন। ওদের পর্দার জাদুর সঙ্গে কারও তুলনা হয় না।' আবার কেউ কেউ পুরনো গানকে রিমেক না করার আবেদন জানিয়েছেন। কেউ লিখেছেন, 'সলমন খানকে কেউ রিপ্লেস করতে পারবে না।' কেু কেউ নিজেদের ছেলেবেলার স্মৃতিতে ডুব দিয়েছেন এই গানের সঙ্গে। সব মিলিয়ে নেট দুনিয়ার এখন আলোচনার বিষয় 'ক্যারেক্টার ঢিলা ২.০'।