কলকাতা: এবার হিন্দি ছবির রিমেক হতে চলেছে দক্ষিণী ভাষায়। বলিউউ সূত্রে খবর, 'ভুলভুলাইয়া টু' এবার তৈরি হতে চলেছে তামিল ভাষায়। শোনাযাচ্ছে, প্রযোজক জ্ঞানভেল রাজা ইতিমধ্য়েই 'ভুলভুলাইয়া টু'-এর স্বত্ব কিনেছেন। যদিও এই ছবিতে মুখ্য় চরিত্রে কোন অভিনেতাদের দেখা যাবে তা এখনও জানা যায়নি।


সিনেমা হলে কার্যত রাজত্ব করার পর ওটিটি প্ল্যাটফর্মেও দর্শককে মাতিয়েছিল 'ভুলভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2)। বক্স অফিস কালেকশনে ২০০ কোটিরও বেশি টাকার ব্য়বসা করেছে এই ছবি। 


প্রসঙ্গত, 'ভুলভুলাইয়া টু' ছবিটি ২০০৭ সালে মুক্তি পাওয়া 'ভুলভুলাইয়া' ছবির সিক্যুয়েল। প্রথম ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় অক্ষয় কুমার, বিদ্যা বালান, শাইনি আহুজা এবং আমিশা পটেলকে। পরিচালক অনীশ বাজমির ছবির সিক্যুয়েলকে ঘিরেও আগে থেকেই অনেক প্রত্যাশা ছিল। আর সেই প্রত্যাশা বক্স অফিস কালেকশনে প্রভাব ফেলেছে। সিক্যুয়েলে মুখ্য চরিত্রে অভিনয় করেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী এবং তব্বু। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় সঞ্জয় মিশ্রা, রাজপাল যাদবকে।


আরও পড়ুন...


Skin Care Tips: জিমে গিয়ে শরীরচর্চার পাশাপাশি খেয়াল রাখুন ত্বকেরও, কোন কোন বিষয় নজরে রাখবেন?


 উল্লেখ্য় দর্শকের কাছ থেকে শুধু ছবিই প্রশংসিত হয়নি, দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন কার্তিক আরিয়ানও (Kartik Aaryan)। আর এই কারণেই প্রযোজক ভূষণ কুমার বহুমূল্যের উপহারে ভরিয়ে দিলেন তারকাকে। যা দেখে চোখ কপালে উঠছিল নেট নাগরিকদের। 


বলিউড অভিনেতা কার্তিক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেছিলেন। একটিতে তিনি এবং প্রযোজক ভূষণ কুমার একটি গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। অন্য আর একটি ছবিতে একা কার্তিক গাড়ির সামনে ক্যামেরায় পোজ দিয়েছেন। ছবিতে মিষ্টি কমলা রঙের যে গাড়িটি দেখা যাচ্ছে সেটিই প্রযোজকের কাছ থেকে উপহারস্বরূপ পেয়েছেন কার্তিক। আর গাড়িটি মোটেই হামেশাই তারকাদের কাছে যে গাড়ি দেখা যায়, তা নয়। এটি বিলাসবহুল McLaren। যা প্রথমবার ভারতে কেউ ব্যবহার করছেন। কমলা রঙের এই বিলাসবহুল স্পোর্টস কার পেয়ে প্রযোজকের কাছে আরও একটি উপহারের আর্জিও জানালেন অভিনেতা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কার্তিক আরিয়ান লিখেছিলেন, 'চাইনিজ খাওয়ার সময় নতুন উপহার পেয়ে গেলাম। শুনেছিলাম পরিশ্রমের ফল মিষ্টি হয়। কিন্তু এত বড় হয় জানা ছিল না। ভারতের প্রথম McLaren GT... পরের উপহার প্রাইভেট জেট স্যর। কৃতজ্ঞতা।'