মুম্বই: গত ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (IKatrina Kaif)। রাজস্থানের সিক্স সেন্সে ফোর্টে রাজকীয় কায়দায় বিয়ে হয় তাঁদের। বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে (Happy Valentines Day 2022)। চলতি বছরের ভালোবাসার দিন তাই ভিকি-ক্যাটরিনার কাছে একটু বেশিই স্পেশাল। কিন্তু স্পেশাল দিনে কি মন খারাপ বলিউড ডিভার? ভ্যালেন্টাইন্স ডে-তে অভিনেত্রীর পোস্ট দেখে তেমনটাই মনে হচ্ছে নেট নাগরিকদের।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভিকি কৌশলের সঙ্গে তিনটি ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা কাইফ। একটি ছবিতে দেখা যাচ্ছে ভিকি-ক্যাটরিনা একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। অন্য আর একটি ছবিতে দুজনকে আলিঙ্গনবদ্ধ হয়ে দেখা যাচ্ছে। তৃতীয় ছবিতে ক্যাটরিনার কপালে চুম্বন করতে দেখা যাচ্ছে ভিকি কৌশলকে। তিনটি ভালোবাসার ছবি পোস্ট করে ক্যাটরিনা কাইফ লিখেছেন, 'আমরা হয়তো এই বছর রোম্যান্টিক ডিনার করতে পারলাম না। কিন্তু এই কঠিন পরিস্থিতিটাকেও তুমি যেভাবে সহজ করে তুললে, তাতে তোমার জবাব নেই।' ক্যাটরিনা কাইফের এই পোস্টে কমেন্ট করেছেন ভিকি কৌশল। তিনি ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, 'আমার জীবনের ভ্যালেন্টাইন।'
আরও পড়ুন - Sreelekha Mitra: 'গোপন প্রেমিক'কে রিটার্ন গিফট শ্রীলেখা মিত্রর
ভ্যালেন্টাইন্স ডে-তে ক্যাটরিনা কাইফের এমন পোস্ট দেখে নেট নাগরিকরা অভিনেত্রীকে প্রশ্ন করেছেন, কেন তাঁরা বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে রোম্যান্টিক কায়দায় কাটাতে পারলেন না। বোঝাই যাচ্ছে শ্যুটিংয়ের ব্যস্ততার জন্য ভালোবাসার দিনটা নিজেদের মতো করে রোম্যান্টিক কায়দায় কাটানো হল না ভিকি-ক্যাটরিনার। গতকাল রাতেই তাঁদের মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। জানা যাচ্ছিল, লন্ডন থেকে ফিরেছেন তাঁরা।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর গত বছর ডিসেম্বরে বিয়ে করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ঘনিষ্ঠ ব্যক্তি, বন্ধু, আত্মীয় ও বলিউডের স্বল্প সংখ্যক তারকাদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন তাঁরা। বিয়ের আগে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। বিয়ের পর মেহেন্দি, সঙ্গীত, বিয়ের নানা ছবি শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।