‘জগ্গা জাসুস’-এর সেটে আহত ক্যাটরিনা, পারফর্ম করতে পারবেন না একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Mar 2017 09:38 AM (IST)
মুম্বই: ‘জগ্গা জাসুস’-এর সেটে আহত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। চোট গুরুতর হওয়ার জন্যে অভিনেত্রী আসন্ন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করতে পারবেন না বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ‘জগ্গা জাসুস’-এর সেটে শ্যুট করার সময় আচমকাই ক্যাটের ওপর ভারী কিছু পড়ে যায়। এরফলে অভিনেত্রীর গলায় আঘাত লাগে। তাঁর চোট দেখে চিকিত্সকের নির্দেশ আগামী কয়েকদিন বেশি কোনও দৌড়াদৌড়ি করতে পারবেন না অভিনেত্রী। সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে তাঁকে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করতে না পারার জন্যে দুঃখপ্রকাশ করেছেন ক্যাট। তবে ক্যাটের ঘনিষ্ঠ সূত্রে খবর অভিনেত্রী দিন কয়েক বিশ্রাম নিয়ে ফের কাজ শুরু করবেন।