ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছে ভারত ছবিতে। এখন তাঁর হাতে রয়েছে রোহিত শেট্টির সূর্যবংশী। ক্যাটরিনা আনলেন নিজের বিউটি প্রোডাক্ট কে ফর ক্যাটরিনা
ABP Ananda, Web Desk | 17 Oct 2019 01:01 PM (IST)
ক্যাটরিনা জানিয়েছেন, ২ বছর আগে এই প্রোডাক্ট লঞ্চ করার কথা ভাবেন তিনি।
মুম্বই: এবার নিজস্ব কসমেটিকস প্রোডাক্ট বাজারে আনলেন ক্যাটরিনা কাইফ। নাম দিয়েছেন কে ফর ক্যাটরিনা। বুধবার এই সব কসমেটিকসের একটি ভিডিও পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। ক্যাটরিনা জানিয়েছেন, ২ বছর আগে এই প্রোডাক্ট লঞ্চ করার কথা ভাবেন তিনি। অবশেষে তাঁর স্বপ্ন সত্যি হল, তিনি দারুণ উত্তেজিত। একটি চিঠি শেয়ার করে ক্যাট লিখেছেন, যত দূর মনে করতে পারি, র্যাম্পে হাঁটা থেকে বড় পর্দা- আমার এই দীর্ঘ সফরে মেক আপ অবিচ্ছেদ্য অংশ। আর এর প্রতি আমার ভালবাসা প্রকাশ করেছি কে বিউটির মধ্য দিয়ে।