মুম্বই: কিছুদিন আগেই মা হতে চলার কথা ঘোষণা করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে বিয়ের মাস খানেকের মধ্যেই তিনি এই সুখবরটি শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি যে ছবি পোস্ট করেছেন, তাতে তাঁর মা হতে চলার আভাস স্পষ্ট ফুটে উঠেছে চেহারায়। অন্যদিকে, বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মা হতে চলার কথা জানান বলিউডের আর এক অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে বিশেষ ছবি পোস্ট করে অন্তঃসত্ত্বা অবস্থার কথা জানান। এবার শোনা যাচ্ছে, মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফও (Katrina Kaif)। তাঁর সাম্প্রতিক ছবিতে তেমনই জল্পনা রটেছে।
ক্যাটরিনা কাইফ কি অন্তঃসত্ত্বা?
সম্প্রতি নেট দুনিয়ায় ক্যাটরিনা কাইফের বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে পাপারাৎজিদের পক্ষ থেকে। যে ছবিতে একেবারে ঢিলাঢালা পোশাকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ক্যাটরিনার এমন ছবি দেখেই নেটিজেনরা অনুমান করছেন যে, ঢিলাঢালা পোশাক দিয়েই বেবি বাম্প ঢাকার চেষ্টা করছেন ক্যাটরিনা। নেট দুনিয়ায় ক্যাটরিনার সেই ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তে। অভিনেত্রীর ছবি দেখে কোনও অনুরাগী কমেন্ট করছেন যে, 'আশা করছি ক্যাটরিনা শীঘ্রই সুখবরটা দেবেন।' আবার কোনও নেটিজেন কমেন্ট করছেন, 'বেবি বাম্প লুকোচ্ছেন ক্যাটরিনা।' এক অনুরাগী কমেন্ট করেছেন যে, 'ক্যাটরিনাকে দেখে মনে হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা।'
আরও পড়ুন - Anurag Kashyap: যে কাজের জন্য চর্চায় থাকেন আমির খান, সেই কাজই করলেন অনুরাগ কাশ্যপ
প্রসঙ্গত, গত বছর ৯ ডিসেম্বর বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ। দুই তারকা বিয়ের আগে সম্পর্ক নিয়ে মুখ না খুললেও বিয়ের পরই ছবি পোস্ট করে সুখবরটা দেন। কাজের ফাঁকে নানা সময়ই তাঁদের ছুটি কাটাতে যেতে দেখা যায়। কিছুদিন আগেই ক্যাটরিনা কাইফের জন্মদিন উপলক্ষে মলদ্বীপে বেড়াতে যান তাঁরা। সেখান থেকে একগুচ্ছ ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। মিনি মাথুর, কবীর খান, বোন ইসাবেলা, সানি কৌশল, শর্বরী ওয়াঘ, ইলিয়ানা ডিক্রুজসহ আরও বেশ কয়েকজনকে দেখা যায় ভিকি- ক্যাটরিনার মলদ্বীপ ভ্রমণে। অনুরাগীদের ধারণা, শীঘ্রই মা হতে চলার কথা অফিশিয়ালি জানাবেন ক্যাটরিনা।
অন্যদিকে, ক্যাটরিনা কাইফকে শীঘ্রই দেখা যাবে বেশ কিছু ছবিতে। সলমন খানের বিপরীতে তিনি অভিনয় করছেন 'টাইগার থ্রি' ছবিতে। এছাড়াও, 'ফোন ভূত', 'মেরি ক্রিসমাস', 'জি লে জারা' ও আরও বেশ কিছু ছবিতে দেখা যাবে তাঁকে।