ক্যাটরিনার কথায় লজ্জায় পড়ে গেলেন সলমন!
ক্যাশশনে লেখা –ক্যাপশনের কোনও প্রয়োজন নেই। ছবিতে দুজনকে পাশাপাশি বসে থাকতে দেখা যাচ্ছে। ক্যাটরিনা হাসছেন, আর হাতে মুখ চাপা দিয়ে বসে রয়েছেন সলমন। মনে হচ্ছে, যেন লজ্জা পেয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যস্ততার ফাঁকে ফের একসঙ্গে সিনেমার কাজ করাটা দুজনেই বেশ উপভোগ করছেন।
বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহারে দারুন সড়গড় ক্যাটরিনা। ইন্সটাগ্রামে তিনি সম্প্রতি সলমনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন।
বর্তমানে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত সলমন খান ও ক্যাটরিনা কাইফ। মরক্কোয় চলছে শ্যুটিং।
সলমন ও ক্যাটরিনা পাঁচ বছর পর ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে। এই প্রাক্তন জুটিতে বেশ স্বচ্ছন্দই দেখাচ্ছে।
টাইগার জিন্দা হ্যায় কবির খানের এক থা টাইগার-এর সিকোয়েল। আগের সিনেমাতেও দেখা গিয়েছিল সলমন-ক্যাটরিনা জুটিকে।
চলতি বছর বড়দিনের সময় সিনেমাটি মুক্তি পাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -