জলে ক্যাটরিনা-আগুন!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Feb 2017 06:53 PM (IST)
1
2
3
4
5
6
7
বলিউড অভিনত্রীর রূপের আগুন ছড়াল এবার জলে। মালদ্বীপে সম্প্রতি এক ব্রাইডাল ফটোশ্যুট সারলেন ক্যাটরিনা কাইফ। নিজের কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন জগ্গা জাসুস ছবির মুক্তির অপেক্ষায় থাকা অভিনেত্রী। জলের নীচে নেওয়া ছবিগুলি। সব ছবি ফেসবুক-এর সৌজন্যে।