সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি ১৭ - জুনিয়র -এ হট সিটে বসা দশ বছরের ঈশিত ভাটের আচরণ বেশ কয়েকদিন ধরেই আলোচনায়। বিতর্কে প্রতিযোগী শিশুটির আচরণ। ছোট্ট ঈশিতের আচরণে চরম ঔদ্ধত্য ও শিষ্টাচারের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন নেটিজেনরা। একেবারে চাঁচাছোলা সমালোচনার মুখে পড়েছে শিশুটি ও তার পারিবারিক শিক্ষা। এতদিনে সকলেই প্রায় জেনে গিয়েছেন, ঈশিত হটসিটে বসে অমিতাভ বচ্চনের সঙ্গে কী ভঙ্গিমায় কথা বলছিল। এবার পুরো কেবিসি টিমের থেকে ক্ষমা চাইল সেই ক্ষুদে প্রতিযোগী। কিন্তু তাতেও নেটিজেনদের রাগ উপচে পড়েছে। কেউ লিখেছেন ' এটা চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্যই তৈরি করা হয়েছিল, মানুষকে বোকা বানানো হয়েছিল?' এই প্রশ্ন আগেও উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এই বাচ্চাটির আচরণ ও অমিতাভের ধৈর্য ধরে রাখা, আদতে চ্যানেলেরই টিআরপি বাড়ানোর প্রকৌশল। 

Continues below advertisement

এবার ঈশিত ক্ষমা চাইতেও কমেন্ট বক্সে তার মা-বাবাকে নিশানা করলেন অনেকে। ' মা বাবার লালসা দেখো...বাচ্চাকে বলে দিয়েছিল সাড়ে ১২ লাখের বেশি পেয়ে আসতে হবে'। কেউ আবার ঈশিতকে আশীর্বাদই করেছেন। লিখেছেন, 'নিজের দোষ বুঝেছ ভাল। ঈশ্বর তোমার মঙ্গল করুন। '

ঈশিতকে এমন ক্ষুরধার আক্রমণ করা উচিত কি উচিত নয়, এই নিয়ে দুই ভাগ গোটা নেটদুনিয়া।  কেউ কেউ বলেছেন, অমিতাভ বচ্চনের সামনে বসে শিশুটির আচরণ একেবারেই অভদ্র ও শিষ্টাচারহীন। আবার কেউ কেউ এর বিপরীত ব্যাখ্যাও করেছেন। কেন একটা শিশুকে এমনভাবে বিদ্ধ করা হচ্ছে, প্রশ্ন তুলেছেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিগ বি-র কাছে ক্ষমা চেয়ে নিল ঈশিত । 

Continues below advertisement

ভিডিওতে ঈশিত কী বলেছে? 

 অমিতাভ বচ্চনের সাথে তার 'দুর্ব্যবহার'-এর জন্য ঈশিত ক্ষমা চেয়েছে। সে  সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে। বলেছে, সেদিন ওইরকম আচরণের জন্য সে অনুতপ্ত এবং এমনটা করার কোনও ইচ্ছা তার ছিল না। তাহলে ঈশিত কেন  অমিতাভ বচ্চনের সঙ্গে এমন আচরণ করল? সে ব্যাখ্যাও করেছে। 

গুজরাতের গান্ধীনগরের বাসিন্দা ঈশিত সম্প্রতি কেবিসি-র হট সিটে বসে। আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিল সে। তবে তার আত্মবিশ্বাসী কথাবার্তা কখনও কখনও মাত্রা ছাড়িয়েছে শিষ্টাচারের, মত নেটিজেনদের। ঈশিত এমন আচরণ করছিল , যেন সে ধৈর্য রাখতেই পারছে না।  অমিতাভ বচ্চন যখনই কোনও প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন, বিকল্প বা অপশন দেওয়ার আগেই সে উত্তর বলে দিচ্ছিল। এমনটাই ঘটে বারবার।  অমিতাভ যখন খেলার নিয়মগুলি ব্যাখ্যা করতে যান, তখনই ঈশিত তাঁকে থামিয়ে দেয়। বলে, "আমাকে নিয়ম ব্যাখ্যা করার ঝামেলা করবেন না... আমি সব জানি..." 

ঈশিতের ক্ষমাপ্রার্থনা এখন ঈশিত ভাট তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ( ishit_bhatt_official ) একটি ভিডিও শেয়ার করে বলেছে, "সবাইকে নমস্কার, 'কৌন বনেগা ক্রোড়পতি'-তে আমার আচরণের জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি জানি যে আমার কথা বলার ধরনে অনেকেই আহত, বিরক্ত এবং অপমানিত হয়েছেন এবং আমি এর জন্য গভীরভাবে দুঃখিত। আমি তখন ভয় পেয়েছিলাম এবং আমার মনোভাব সম্পূর্ণ ভুল ছিল... আমি অভদ্র হতে চাইনি... অমিতাভ বচ্চন স্যার এবং পুরো 'কেবিসি' টিমের প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে..." 

"কথা এবং কাজ কীভাবে আমাদের ব্যক্তিত্বকে প্রতিফলিত করে, বিশেষ করে এত বড় একটি প্ল্যাটফর্মে, সে সম্পর্কে আমি একটি বড় শিক্ষা পেয়েছি... আমি ভবিষ্যতে আরও ভদ্র, শ্রদ্ধাশীল এবং চিন্তাশীল হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। যারা আমাকে সমর্থন করেছেন এবং এই ভুল থেকে আমাকে শিক্ষা নেওয়ার সুযোগ দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ..." 

খবরের সূত্র : ABP Marathi