মুম্বই: 'কৌন বনেগা ক্রোড়পতি ১৩'-র আগামী শানদার শুক্রবারে হাজির হবেন অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী ক্যাটরিনা কইফ। সোশ্যাল মিডিয়ায় চ্যানেলের তরফে পোস্ট করা হল একটি নতুন প্রোমো। সেখানে দেখা গেল ক্যাটরিনার কথা শুনে চক্ষু চড়কগাছ অমিতাভ বচ্চনের।


ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে বিগ বি অভিনেত্রীকে জিজ্ঞেস করছেন যে কেবিসি ১৩-এর জন্য তিনি কীভাবে নিজেকে তৈরি করেছেন। তাতে ক্যাটরিনার জবাব, তিনি খানিক ইতিহাস পড়েছেন, ভূগোলের জ্ঞান ঝালিয়ে নিয়েছেন এবং কিছু গুগল সার্চও করে এসেছি। এই শুনে অক্ষয়ের মন্তব্য, তিনি যে প্রশ্নের উত্তরগুলো জানেন সেগুলোই বলবেন, কিন্তু ক্যাটরিনাই এখানে এসেছেন জিততে। 


 






এরপর ক্যাটরিনা একটি প্রশ্ন করেন, 'প্রত্যেকটা লাইফলাইন আমরা একবারই ব্যবহার করতে পারি না কি প্রত্যেক প্রশ্নের জন্য একবার করে ব্যবহার করতে পারি?' প্রচুর প্রস্তুতি নিয়ে এলেও তাঁর 'কৌন বনেগা ক্রোড়পতি' গেম শোয়ের নিয়ম সম্পর্কে ধারণা দেখে চোখ কপালে ওঠে অমিতাভের। একেবারে বাকরুদ্ধ হয়ে যান তিনি। অন্যদিকে ক্যাটরিনার প্রশ্ন শুনে হেসে গড়াগড়ি 'খিলাড়ি'। 


অক্ষয় কুমারের মতে ক্যাটরিনার এই প্রশ্ন খুবই 'ইন্টারেস্টিং'। তিনি অমিতাভ বচ্চনকে বলেন, 'আপনি এতদিন ধরে এই শো করছেন, কিন্তু এই প্রশ্ন আপনাকে কেউ করেনি।'


আরও পড়ুন: Dev New Movie Update: এবার বড়পর্দায় 'রঘু ডাকাত', দেবের নতুন ছবির লুক পোস্ট সোশ্যাল মিডিয়ায়


অপর একটি প্রোমো ভিডিওয় দেখা যায় বিগ বি-কে নাচ শেখাচ্ছেন ক্যাটরিনা কইফ।