কলকাতা: বিয়ের কয়েক মাসের মধ্যেই তিনি হারিয়েছেন মা-কে। আর সেই কারণে কি মা দুর্গার মধ্যেই নিজের মা-কে খুঁজলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)? দশমী এসে যাওয়া মানেই মন খারাপ হয়ে যায় আপামর বাঙালির। মায়ের বিদায় বেলায় বরণ করা, সিঁদুর খেলা... সবেতেই যেন বিষাদের সুর। নিয়মমাফিক বরণ করলেন কৌশাম্বী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই সমস্ত ছবিও। তবে পাশাপাশি তিনি শেয়ার করে নিলেন নিজের মায়ের ছবি ও। সঙ্গে বার্তা দিলেন, মায়েরা হারিয়ে যায় না।
আদৃতের সঙ্গে ভালবেসে বিয়ে কৌশাম্বীর। দুজনেই কাজের পাশাপাশি সংসার করছেন চুটিয়ে। 'মিঠাই' ধারাবাহিক থেকেই তাঁদের প্রেমের শুরু, সেই প্রেম গড়ায় বিয়েতে। তারপরে অবশ্য কৌশাম্বীর জীবনে ঝড় এসেছে। মাকে হারিয়েছেন তিনি। সেই সময়ে তাঁকে সামলেছেন আদৃত আর ইন্ডাস্ট্রির বন্ধুরা। তবে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন কৌশাম্বী। ফের শুরু করেছেন ধারাবাহিকে অভিনয়। বর্তমানেও অভিনয় করছেন তিনি। তবে দুর্গাপুজোয় রীতি মেনে বরণে সামিল হয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন কৌশাম্বী। প্রথম কয়েকটি ছবিতে, তিনি মা দুর্গাকে বরণ করছেন। সিঁদুরে রাঙা হয়েছেন। একটি ছবিতে তিনি রয়েছেন আদৃতের সঙ্গে। কিন্ত শেষে তিনি শেয়ার করে নিয়েছেন একটি পুরনো ছবি। সেই ছবি তোলা তাঁর বিয়ের সময়। পুরনো ছবি শেয়ার করেই কৌশাম্বী ডুব দিয়েছেন স্মৃতিতে। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে কৌশাম্বী লিখেছে, 'মায়েরা কোথাও যায় না। তারা সবসময় আমাদের সঙ্গেই থাকে।'
প্রসঙ্গত, কৌশাম্বির সঙ্গে প্রেম হওয়ার আগে গুঞ্জন ছিল আদৃত আর সৌমিতৃষার প্রেমের। অনেকেই জানতেন, 'মিঠাই' ধারাবাহিকের এই নায়ক-নায়িকা প্রেম করছেন। তবে সেই গুঞ্জন সত্যি হয়নি। কৌশাম্বির সঙ্গেই সম্পর্কে জড়ান আদৃত। তারপরে বিয়ে। সেই বিয়েতে অবশ্য দেখা যায়নি সৌমিতৃষাকে। সেই নিয়েও গুঞ্জন তৈরি হয়েছিল। তবে এখন সে সব অতীত। প্রত্যেকেই নিজের নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। সৌমিতৃষা কাজ করেছেন সিনেমা ও ওয়েব সিরিজে। অন্যদিকে বড়পর্দায় কাজ করে ফেলেছেন আদৃত ও। কৌশাম্বী কাজ করেছেন ছোটপর্দাতেই।