কলকাতা: নিম্নচাপ.. সারাদিন ধরে টিপটিপ-ঝিরঝির বৃষ্টি। রাস্তায় জল-কাদা.. সারাদিন যেন মনখারাপি আবহাওয়া। কিন্তু সেই আবহাওয়াতেই এক্কেবারে অন্য মেজাজে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। বুধবার মুক্তি পেল তাঁর নতুন ছবি 'বহুরূপী'-র নতুন গান, 'ডাকাতিয়া বাঁশি'। আর নিউ মার্কেট চত্বরে সেই গানের অভিনব প্রচার সারলেন কৌশানী। এক্কেবারে অন্য মেজাজে। বৃষ্টি ভিজে পা মেলালেন গানের তালে। সঙ্গ দিলেন অন্যান্য নৃত্যশিল্পী ও বহুরূপীরাও। 


পুজোয় মুক্তি পাচ্ছে নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) পরিচালিত ও অভিনীত ছবি 'বহুরূপী' (Bohurupi)। আর এই ছবিতেই ঝিমলির চরিত্রে অভিনয় করছেন কৌশানী মুখোপাধ্যায়। তাঁরই একটি গান মুক্তি পেল বুধবার। এই গান ঝিমলির গান.. ননীচোরা দাস বাউল ও অনিন্দ্য বসুর কথায়, শ্রেষ্ঠা দাস, ননীচোরা বাউল ও বনি চক্রবর্তীর কন্ঠে নতুন এই গানে যেমন রয়েছে ফোক গানের ছোঁয়া, তেমনই রয়েছে গ্রাম্য, বহুরূপীদের গানের পরিভাষা।


বুধবার নিউ মার্কেটের জনবহুল এলাকায় হঠাৎ হাজির কৌশানী, সঙ্গে অনেক নৃত্যশিল্পীরা। 'ডাকাতিয়া বাঁশি'-র তালে নাচ করে তাঁরা আসর জমিয়ে ফেলেন সহজেই। বুধবার সারা সন্ধেই ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। আর সেই বৃষ্টি ভিজেই মেরুন শাড়িতে নাচ করে আসর জমালেই কৌশানী। এদিন নায়িকা দর্শকদের সঙ্গেও কথা বলেন। আসরে হাজির ছিলেন এই ছবিতে কৌশানীর নায়ক শিবপ্রসাদও। নাচের আসরে কৌশানী নিয়ে আসেন তাঁকেও। নাচে-গানে জমে ওঠে সন্ধে। 


এই ছবিতে রয়েছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)-ও। তাঁরাও স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবিতে দুই জুটি রয়েছে। শিবপ্রসাদ কৌশানী ও আবির ঋতাভরী। প্রত্যেকটা চরিত্রই নিজের নিজের ধাঁচ রয়েছে। সব মিলিয়ে বহুরূপীতে রয়েছে চমকের ওপর চমক। গোটা ছবি জুড়ে একাধিক চেজিংয়ের দৃশ্য রয়েছে আবির ও শিবপ্রসাদের। সব মিলিয়ে ছবিটি উপভোগ্য হবে বলেই মনে করছেন নির্মাতারা।


 






 


আরও পড়ুন: Tollywood Update: ধারাবাহিকের আদলে ওটিটিতে এবার 'মেগা-সিরিজ', দম ফাটানো হাসির গল্প নিয়ে আসছেন সুদীপা, ঋ, অমৃতা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।