কলকাতা: নতুন বছরে নতুন ঘোষণা গঙ্গোপাধ্যায় পরিবারের। যা শুনে বেশ আনন্দিত বাঙালি সিনেপ্রেমীরা। কথা হচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly) ও উজান গঙ্গোপাধ্যায়কে (Ujaan Ganguly) নিয়ে। ভাল গল্প বলার স্থান তৈরি করলেন তাঁরা, যা মূলত 'লেখকদের স্থান'।
'দ্য স্ক্রিনপ্লেয়ার্স' তৈরি করল গঙ্গোপাধ্যায় পরিবার
তাঁদের শিল্পী পরিবার। বাবা কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালক, অভিনেতা, মা চূর্ণী অভিনেত্রী, ছেলে উজানও পা রেখেছেন অভিনয় জগতে। রুপোলি পর্দার বাইরেও শিল্প নিয়ে নানা ধরনের কাজকর্ম করতেই থাকেন তাঁরা। নিজেদের তাঁরা 'দায়িত্বশীল মনোরঞ্জক পরিবার' বলেই অভিহিত করেন। এবার তাই এই সিনে-শিল্পের অগ্রগতির কথা মাথায় রেখে নতুন উদ্যোগ নিলেন তাঁরা।
নতুন বছরের প্রথম দিনে এক বিশেষ পোস্ট করেন উজান। তিনজনের হাসিখুশি পারিবারিক দুটি ছবি। সেই সঙ্গে নাতিদীর্ঘ ক্যাপশনে লেখেন, '২০২৩ সালটা আমাদের জন্য ছিল একে অপরকে নতুন করে চেনার সময় - তবে এবার অভিনেতা ও কাহিনিকার হিসেবে। গরম চায়ের ছোট ছোট কাপগুলো বড় বড় আইডিয়ার জন্ম ও বড় হয়ে ওঠার সাক্ষী থেকেছে। এই বছরটা ছিল নানা কনসেপ্ট মাথা থেকে বের করা ও সেগুলোকে উন্নত করার এবং বুঝতে পারার যে আমাদের কাছে যা আছে তা স্পেশাল - এক দায়িত্বশীল মনোরঞ্জনকারী পরিবার।' তিনি একইসঙ্গে লেখেন, '২০২৪ সালের প্রথম দিনে, এই বন্ধনকে একটা নাম দিচ্ছি আমরা। 'দ্য স্ক্রিনপ্লেয়ার্স' (The Screenplayers) - অভিনেতা-লেখক-পরিচালকদের একটা সংগঠন যাঁরা দর্শকের মনের মতো বিষয় জোগাড় করে, লালন-পালন করে কনটেন্ট তৈরি করবে। এই 'রাইটার্স রুম' গঠনের জন্য এই আক্ষরিক অর্থে ঘরোয়া যাত্রা শুরু হত না যদি না ইন্ডাস্ট্রির মধ্যে থেকে উপদেষ্টারা, যাঁরা ব্যবসার সর্বদা ভীতিকর দিকগুলির বিষয়ে আমাদের নির্দেশ দেয় যেগুলি থেকে আমরা দীর্ঘদিন ধরে দূরে সরে থেকেছি। এবং অবশ্যই আমরা আমাদের প্রিয় দর্শকের কাছে কৃতজ্ঞ, যাঁদের জন্য আমরা সাহস করতে, পরিবর্তন ঘটাতে, পরীক্ষা করতে এবং বিকশিত হতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রত্যেককে নববর্ষের অঢেল শুভেচ্ছা - আশা করি ২০২৪ সাল যেন তিন উপায়ে রান্না করা গল্পের শক্তির প্রমাণ হতে পারে।'
আরও পড়ুন: 'Salaar 2': আসছে 'সালার ২'! 'প্রথম ভাগ ট্রেলার ছিল মাত্র, অনেক কিছু থাকবে সিক্যুয়েলে', বললেন প্রযোজক
ছেলের পোস্ট শেয়ার করে কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, 'নতুন বছরে নতুন করে গল্প বলা প্রাতিষ্ঠানিক ভাবে শুরু হল'। প্রসঙ্গত, এই ধরনের প্রতিষ্ঠানের চল বলিউডে রয়েছে অনেকদিনই। এমন সংস্থা যেখানে নিজেদের আইডিয়া বা গল্পের ছক নিয়ে হাজির হতে পারেন যে কোনও কাহিনিকার বা পরিচালক। তাকে আলোচনা-পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আরও সুন্দর রূপ দেওয়ার কাজে ব্রতী এই প্রতিষ্ঠান। এমনকী এই ধরনের সংস্থার থেকে গল্প নিয়ে কোনও পরিচালক চাইলে সিনেমা বা সিরিজ তৈরি করতে পারেন। পোস্ট থেকে ধারণা করা যায় মূলত বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট অর্থাৎ চিত্রনাট্যের ভাণ্ডার তৈরি করবে এই সংস্থা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।