নয়াদিল্লি: বক্স অফিসে ঝড় তুলেছে ২২ ডিসেম্বর মুক্তি পাওয়া প্রভাস (Prabhas) অভিনীত 'সালার: পার্ট ১ - সিজফায়ার' (Salaar Part 1 Ceasefire)। অ্যাকশন ও ড্রামায় ভরপুর এই ছবি বক্স অফিসে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং বিশ্বজুড়ে ৫০০ কোটি আয়ের গণ্ডি পার করেছে। বড়পর্দায় দর্শক এই ছবি উপভোগ যেমন করেছেন, তেমনই শেষাংশ দেখে সিক্যুয়েলের জল্পনায় দিন গুনছেন। সম্প্রতি 'হোমবেল ফিল্মস'-এর (Hombale Films) তরফে প্রযোজক বিজয় কিরাগান্দুর (Vijay Kiragandur) ছবির দ্বিতীয় ভাগের কথা নিশ্চিত করেছেন। কবে আসছে 'সালার ২' ('Salaar 2' Confirmed)?


আসছে 'সালার ২', নিশ্চিত করা হল প্রযোজকের তরফে


সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রযোজক বিজয় কিরাগান্দুর 'সালার ২' প্রসঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, ''সালার ২' ছবির চিত্রনাট্য তৈরি আছে এবং যে কোনও সময়েই আমরা ছবির কাজও শুরু করে দেব। প্রভাসও চায় যত তাড়াতাড়ি সম্ভব শ্যুটিং শুরু করতে, এমনকী প্রশান্তও তাইই চায়। 'সালার ২' নিয়ে আমাদের আলোচনা চলছে এবং গত ২-৩ দিন ধরে আমাদের আলোচনা ছিল যাতে ছবিটা আগামী ১৫ মাসের মধ্যে তৈরি করে ফেলা যায়। আমরা নিশ্চিতভাবেই ২০২৫ সালে 'সালার ২' রিলিজ করব, এখন থেকে ১৮ মাস পর।'


তিনি আরও বলেন, 'সালার হচ্ছে বিশ্বজুড়ে প্রভাসের অনুরাগীদের উদযাপন। যে ব্যবসা ও প্রতিক্রিয়া পেয়েছি তাতে আমরা অত্যন্ত খুশি। হ্যাঁ কিছু নেতিবাচক প্রতিক্রিয়া আছে, কিন্তু কেউ ছবির মেকিং, স্কেল বা নাটকীয়তা নিয়ে অভিযোগ জানাননি। দীর্ঘ ২০ বছরে এই প্রথম 'অ্যাংরি ইয়ং ম্যান' হিসেবে প্রভাসকে দেখতে পেলেন দর্শক। প্রভাসও সেলিব্রেশন মোডে আছেন এবং দ্বিতীয় ভাগের শ্যুটিং শিডিউলের কথা জিজ্ঞেস করছেন।'


প্রযোজক আশ্বাস দিয়েছেন, তাঁরা 'সালার ২'-এর আরও বড় সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন। 'সালার ১' কেবলমাত্র দ্বিতীয় পর্বের ঝলক ছিল। তাঁর কথায়, 'এই ছবিতে ট্রেলার হিসেবে ভাবতে পারেন এবং অ্যাকশন ও স্কেলের দিক থেকে দ্বিতীয় ভাগ আরও বিশাল হবে। প্রথম পর্বে সমস্ত চরিত্রদের সঙ্গে দর্শকের পরিচয় করিয়ে দিয়েছেন প্রশান্ত এবং এবার 'সালার ২' হবে অনেকটা 'গেম অফ থ্রোনস'-এর মতো নাটক, রাজনীতি ও অ্যাকশনে ভরপুর। এখনও পর্যন্ত কেবল পর্বতের চূড়া দেখা গেছে - সিক্যুয়েলে আরও অনেক কিছু থাকবে।'


আরও পড়ুন: 'Wake Up Sid': শ্যুটিং ফ্লোরে রণবীর-কঙ্কনা, ভাইরাল ভিডিও উস্কে দিল 'ওয়েক আপ সিড ২'-এর জল্পনা


'সালার ২' হবে খানসারের রাজনৈতিক দৃশ্যপটের প্রভাবের গল্প যা দুই প্রিয় বন্ধু - প্রভাস এবং পৃথ্বীরাজের কারণে তৈরি, এবং তারা ধীরে ধীরে একে অপরের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।