কলকাতা: ছবিটি দেখলে এক ঝটকায় হঠাৎ চিনতে না-ই পারেন। কিন্তু ভাল করে দেখলে সেই চেনা মুখ ঠাহর করতে বিশেষ অসুবিধা হবে না। কাদের কথা বলছি? কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)। ক্যামেরার সামনে হোক ও পিছনে, সমান দক্ষতায় নিজেদের কাজ দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন যাঁরা। আজ তাঁদের বিবাহবার্ষিকী (Wedding Anniversary)। সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ছবি পোস্ট করে দর্শকদের কৃতজ্ঞতা জানালেন পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্য়ায়।


এদিন নিজের বিয়ের অ্যালবাম থেকে একটি ছবি পোস্ট করেন কৌশিক বাবু। অল্প বয়সী দম্পতিকে হঠাৎ না চেনা গেলেও, কে তাঁরা বুঝতে বিশেষ বেগ পেতে হয় না। সেই সঙ্গে নিজস্ব বিশেষ ঢঙে একটা ক্যাপশন জুড়ে দিলেন কৌশিক। লিখলেন, 'পারিবারিক আপডেট দেওয়ার চল আমাদের পরিবারে নেই । নিজেরাই নিজেদের মতো করে আনন্দ বা মন খারাপ সামলে আগলে রেখেছি। কিন্তু এমন কিছু দিন আসে যখন মনে হয়, বহু মানুষের আশীর্বাদ নিয়ে আবার নতুন করে পথ চলা শুরু করি। আজ আমাদের বিবাহবার্ষিকী। এতো ভালোবাসা আপনারা দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই।' (অপরিবর্তিত)। 


 






পরিচালকের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন সিনেমা জগতের অনেকেই। এই দক্ষ দম্পতিকে শুভেচ্ছা আমাদেরও।


আরও পড়ুন: Uttoron Trailer: হেরে গিয়েও এক মেয়ের বেঁচে ওঠার গল্প শোনাবে 'উত্তরণ', প্রকাশ্যে ট্রেলার