কলকাতা: বিশ্ববরেণ্য পরিচালক মৃণাল সেনে (Mrinal Sen) শতবর্ষ উদযাপনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন ছবির নাম ঘোষণা করলেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। প্রমোদ ফিল্মস এবং  দ্য বিগ ডে-যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'পালান' (Palan)। 


জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর আগামী ছবির নাম ঘোষণা করলেন। 'পালান' ছবিটি আগামী বছরে কিংবদন্তি পরিচালক প্রয়াত মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অঞ্জন দত্ত, মমতা শঙ্কর, শ্রীলা মজুমদার, দেবপ্রতিম দাশগুপ্ত, যীশু সেনগুপ্ত ও পাওলি দাম। ছবির শ্যুটিং শুরু হবে ২৫ মার্চ থেকে। মূলত কলকাতায় হবে ছবির শ্যুটিং।


পরিচালকের কথায়, 'বিশ্ববরেণ্য পরিচালক শ্রী মৃণাল সেনের জন্ম শতবর্ষ। আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি ওঁর হাত ধরার সুযোগ পেয়েছি। তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। শুধু আমি না, আমার পরিবারকেও উনি চিনতেন। আমার সিনেমা উনি দেখেছেন, আমি তার জন্য কৃতার্থ। টেলিভিশনে কাজ করার সময় আমার টেলিফিল্ম দেখে উনি মতামত দিয়েছিলেন। আমি তাঁকে বাংলার চিত্র পরিচালকের প্রথম সারির অন্যতম বলেই মনে করি। এবং তাঁর যে আন্তর্জাতিক চিন্তাভাবনা সেটাকে আমি সম্মান করি। মৃণাল সেন পরিচালিত ছবি 'খারিজ' থেকে আমি প্রবলভাবে অনুপ্রাণিত। আমি মনে করি, তাঁর যে টুকু সান্নিধ্য আমি পেয়েছি তা দিয়ে তাঁকে নৈবেদ্য জানানোর ক্ষমতা আমার আছে।'


আরও পড়ুন: Riddhima Ghosh: 'প্রত্যেক নিঃশ্বাসে তোমায় মনে পড়ে', মায়ের জন্মদিনে মনখারাপি পোস্ট ঋদ্ধিমার


ছবির অন্যতম অভিনেত্রী পাওলি দাম বলেন, '২০০৯ সালে কালবেলা মুক্তির প্রথম ফোনটা আসে মৃণাল সেনের থেকে। আজ ওই দিনটার কথা খুব মনে পড়ছে। ওঁর সম্পর্কে কিছু বলা মানে ধৃষ্টতা।'


অঞ্জন দত্ত ছবির অন্যতম মুখ্য চরিত্র। তিনিও এদিন সাংবাদিক সম্মেলনে মৃণাল সেনের সঙ্গে নিজের স্মৃতিচারণা করেন। 'খারিজ' ছবিতে তাঁর অভিনয়, মৃণাল সেনের সঙ্গে প্রথম সাক্ষাৎ সবটাই উঠে আসে তাঁর বক্তব্যে।