ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মারিশদার দইসাইয়ের কাছে জাতীয় সড়কে (National Highway) বালি বোঝাই ডাম্পারের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ (Lorry Auto Accident)। ঘটনাস্থলেই অটো চালক-সহ ২ জনের মৃত্যু হয়। আহত ৭। এরপরই উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। শুরু হয় বিক্ষোভ। সকাল সোয়া ৭টা নাগাদ ১১৬-র বি জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। কাঁথি থেকে মেচেদাগামী ডাম্পারের সঙ্গে উল্টোদিক থেকে আসা অটোর সংঘর্ষ হয়। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরি চালক পলাতক।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কাঁথি দিকে ডাম্পারটি যাওয়ার পথে পুলিশ তাড়া করার জেরে তা গতি বাড়িতে পালাতে গিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে অটোটিতে। জাতীয় সড়কের উল্টোদিক ধরে এগিয়ে আসছিল যাত্রীবোঝাই অটোটি, তার ঠিক পিছনে ছিল একটি বাসও। ডাম্পারটি প্রথমে অটোটে ধাক্কা মেরে বাসের গায়েও ধাক্কা মারে। ডাম্পারের ধাক্কার অভিঘাতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। আহত হয়েছেন ৭ জন। স্থানীয়দের অভিযোগ, 'জাতীয় সড়কে বালি বোঝাই ডাম্পারটিকে ধাওয়া করে পুলিশ। তারপরই পালাতে গিয়ে গতি বাড়িয়ে সোজা অটোতে ধাক্কা মারে সেটি।'
দীঘা-কলকাতা সংযোগকারী জাতীয় সড়কে সাতসকালে ঘটা দুর্ঘটনার পর রাস্তায় প্রচুর স্থানীয়রা ভিড় করেন। কিছুক্ষণ বিক্ষোভও দেখান তারা। বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়, আগুনও ধরিয়ে দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছল বিশাল পুলিশবাহিনী। তারা উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা শুরু করে। জাতীয় সড়ক থেকে দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে সরিয়ে ফেলার কাজও শুরু হয়। বেশ কিছুক্ষণ পরে এলাকা শান্ত হয়। যদিও স্থানীয়দের অভিযোগ, পুলিশি অতি সক্রিয়তার জেরেই জাতীয় সড়কে দুর্ঘটনার প্রবণতা বাড়ছে।
এদিকে, শুক্রবার সকালেই লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার পুয়াবাগানের কাছে। দুর্ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা পথ অবরোধ করার পাশাপাশি ওই সড়কের উপর দিয়ে যাওয়া একের পর এক গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
আরও পড়ুন- সরস্বতী পুজোর বিসর্জনে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল লরি, মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়