কলকাতা: বাস্তবের ছোঁয়া যেন ধারাবাহিকের গল্পে। বর্তমানে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা কলকাতা থেকে শুরু করে জেলা। আঁচ পরেছে গোটা দেশেও। আর সেই পরিস্থিতির ছোঁয়া লাগল ধারাবাহিক কে 'প্রথম কাছে এসেছি'-র গল্পে। এখনও পর্যন্ত এই গল্পে ঋকদেব মধুবনির বিবাহ, তাঁদের দাম্পত্য নিয়েই এগিয়ে যাচ্ছিল। সঙ্গে ছিল ছোট্ট মিহির গল্পও। তবে এবার সেই গল্প মোড় নিয়েছে অন্যদিকে। 


ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে, পাড়ায় ঘটে যাওয়া একটি মেয়ের ওপর ঘটে যাওয়া হেনস্থার প্রতিশোধ নিতে এক হয় পাড়ার সব মহিলারা। আর সেই দলের নেতৃত্ব দেয় মধুবনী। হাতে অস্ত্র তুলে নেয় সে। কাটারি, বটি, খুন্তি, বেলনের মতো ঘরোয়া জিনিসপত্র নিয়েই ঘরের বাইরে বেরিয়ে আসেন ঘরের মেয়েরা। অবশেষে যে সমস্ত গুণ্ডাদের ভয়ে গোটা এলাকা সন্ত্রস্ত ছিল, তাদের শায়েস্তা করতে সমর্থ হয় মধুবনী আর পাড়ার অন্যান্য মেয়েরা। নির্মাতারা মনে করছেন, বর্তমান পরিস্থিতেকে মাথায় রেখে এই এপিসোড একটা বার্তা দেবে যে মেয়েরা এক হয়ে গেলে সমস্ক কিছুর বিরুদ্ধেই লড়াই করতে পারে। 


এই ধারাবাহিকে এর আগে দেখানো হয়েছে, ঋকদেব ও মধুবনীর এক অদ্ভুত প্রেমপর্ব যা শেষ হয় তাঁদের বিয়েতে। মধুবনীর অতীত রয়েছে। তাঁর আগেও একবার বিয়ে হয়েছিল। একরত্তি মেয়ে ছোট্ট মিহি থাকে মধুবনীর সঙ্গেই। আর সেই মিহির হাত ধরেই কার্যত শুরু হয় ঋকদেব আর মধুবনীর প্রেমপর্ব। অবেশেষে সেই প্রেম পরিণতি পায় বিয়েতে। ছোট্ট মেয়েকে নিয়েই ঋকদেবের বাড়ি আসে মধুবনী। ধীরে ধীরে মানিতে নিতে চেষ্টা করে নিজের নতুন পরিবারের সঙ্গে। কিন্তু সেখানেও তৈরি হয় একাধিক সমস্যা। তবে মধুবনী আর ঋকদেবের সুন্দর বোঝাপড়ায় সব সমস্যারই যেন সমাধান হয়ে যায় সুন্দরভাবেই। 


তবে এবার আর ঘরোয়া গল্প নয়, ঘরের বাইরে, গুণ্ডাদের বিরুদ্ধে মধুবনীর লড়াই হবে এই ধারাবাহিকের গল্পের মূল উপজীব্য।


 






আরও পড়ুন: 'Basu Paribar': দুর্ঘটনার শিকার অঞ্জনবাবু, হাসপাতালে ভর্তি! রক্তের প্রয়োজনে মুখ ফেরাল ছেলেমেয়েরা!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।