মুম্বই: মহারাষ্ট্রের দ্য ওয়াইয়ের সেটে চলছে অক্ষয় কুমারের পিরিয়ড ড্রামা কেশরীর শ্যুটিং। সূত্রের খবর, আচমকাই মঙ্গলবার সন্ধেবেলা সেখানে আগুন লেগে যায়। যদিও এই ঘটনায় কারও জখম হওয়ার খবর নেই।
মঙ্গলবার যখন শ্যুটিং সেটে আগুন নাগে, সেসময় অক্ষয় তাঁর শ্যুট শেষ করে বাড়ি চলে গিয়েছেন। ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, ওই সময় একটি যুদ্ধে দৃশ্যের শ্যুটিং চলছিল। সেই সময় আচমকাই একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কীভাবে ঘটল ওই বিস্ফোরণ এবং তার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেবিষয়ে এখনও কোনও সঠিক তথ্য মেলেনি।
এখন ছবির শেষ ভাগের শ্যুট চলছে। ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন পরিণীতি চোপড়া। ছবিটি ১৮৯৭ সালের সারাগর্হি বিদ্রোহের পটভূমিতে তৈরি হয়েছে। সেই যুদ্ধে দশ হাজার আফগানের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন ২১ জন শিখ।
ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ সিংহ। পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই পরিচালক বেশি জনপ্রিয়। ছবিটি সহ প্রযোজনা করেছেন কর্ণ জোহর, টুইঙ্কল খন্না এবং মুকেশ অম্বার মেয়ে ঈশা।
অক্ষয় কুমারের ছবি 'কেশরী'র সেটে আগুন!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Apr 2018 11:56 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -