কলকাতা: শুধুই কি নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়ার গল্প? নাকি নিজের ছেলেকে খুঁজে পাওয়া, এক সত্যি মিথ্যের হেঁয়ালিকে সমাধান করার গল্প? অরিন্দম শীল (Arindam Sil)-এর পরিচালিত 'খেলা যখন' (Khela Jokhon)-এর ট্রেলার জুড়ে প্রশ্ন আর প্রশ্ন। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), সুস্মিতা চট্টোপাধ্যায় (Sushmita Chatterjee) অভিনীত এই ছবি মুক্তি পাবে ২ ডিসেম্বর (2 December)।                                                                                                                                                     


আজ মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। অরিন্দম শীল আগেই জানিয়েছিলেন, এই ছবিতে ভরপুর অ্যাকশন দেখা যাবে। ট্রেলারেও দেখা গেল সেই ঝলক। অর্জুন থেকে শুরু করে মিমি, প্রত্যেকের অ্যাকশনের ঝলকই দেখা গেল। পরিচালক জানিয়েছিলেন, এই ছবি তার করা সবচেয়ে বিগ বাজেট ছবি। এবার গোরা-পুপের এই জুটিতে নতুন রূপে পর্দায় দেখার অপেক্ষায় দর্শকেরা।                     


এসভিএফ, ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা ও রাজপ্রতিম ভেঞ্চার্সের সঙ্গে হাত মিলিয়ে মুক্তি পাচ্ছে এই ছবি। এই গল্পের শুরু হয় একটা ভয়াবহ দুর্ঘটনা দিয়ে। গল্পের মূল চরিত্র, মিমি এই দুর্ঘটনার স্বীকার হয়। কিন্তু এই দুর্ঘটনার উৎস খুঁজতে গিয়েই শুরু হয় বিপত্তি। প্রত্যেক মুহূর্তে নানা প্রতিকূলতা পেরিয়ে, গল্পের ঊর্মি কি খুঁজে পাবে নিজের পরিচয়? সেই উত্তর পাওয়া যাবে গল্পে।                             


আরও পড়ুন: Bengali Web Series: ফের নতুন ওয়েব সিরিজে সৌম্য, পরিচালনায় সমদর্শী                                                                                                             


এই ছবিতে মিমির সঙ্গে দেখা যাবে অর্জুনকে। রূপোলি পর্দায় প্রথমবার মিমি ও অর্জুনকে জুটি বাঁধতে দেখা গিয়েছিল 'বাপি বাড়ি যা' ছবিতে। এরপর বিরসা দাশগুপ্ত পরিচালিত 'ক্রিসক্রস' (Criscross) ছবির একটি গল্পে অর্জুনের বিপরীতে দেখা গিয়েছিল মিমিকে। তবে অর্জুন ও মিমির জুটি জনপ্রিয়তা পেয়েছিল অনেক আগেই। ছোটপর্দায় ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh) পরিচালিত 'গানের ওপারে' ধারাবাহিকে দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল এই জুটি। সেই তো প্রথম মিমি আর অর্জুনের পর্দার সঙ্গে আলাপ।