মুম্বই: বলিউডে বেশ কিছু বছরের কেরিয়ার হয়ে গেল কিয়ারা আডবাণীর (Kiara Advani)। চলতি বছর তাঁর মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে বেশ কয়েকটি ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করে। বি টাউনেরই জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রর (Sidharth Malhotra) সঙ্গে তাঁর সম্পর্কের কথা এখন ওপেন সিক্রেট। বেশ কয়েক বছর ধরে তাঁরা সম্পর্কে আছেন। মুখে সেভাবে স্বীকার না করলেও বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যায়। শোনা যাচ্ছে, শীঘ্রই তাঁরা বিবাহবন্ধনেও আবদ্ধ হবেন। তবে, এবার আর সিদ্ধার্থ মলহোত্র নন। বলিউডের অন্য এক তারকার কাছ থেকে ফুলের তোড়া এবং ভালোবাসায় ভরা বার্তা পেলেন তিনি।
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">
কিয়ারাকে ফুলের তোড়া এবং ভালোবাসার বার্তা পাঠালেন কে?
সম্প্রতি কিয়ারা আডবাণী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একগুচ্ছ ফুল তাঁকে পাঠিয়েছেন এক বলি তারকা। সঙ্গে কার্ডে লেখা রয়েছে ভালোবাসার বার্তা। সেই বলি তারকা আর কেউ নন। তব্বু (Tabbu)। কিয়ারা আডবাণী এবং তব্বু একসঙ্গে কাজ করেছেন 'ভুলভুলাইয়া ২' ছবিতে। যেটি চলতি বছর ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করে। ফুল এবং ভালোবাসার বার্তা পাঠিয়ে তব্বু লিখেছেন, 'প্রিয় কিয়ারা, তোমাকে আমার অনেক শুভ কামনা এবং অনেক ভালোবাসা পাঠালাম।' সঙ্গে হৃদয়ের ইমোজিও পাঠিয়েছেন। তব্বু পাঠানো ভালোবাসার উত্তরে কিয়ারা লিখেছেন, 'ধন্যবার তব্বু ম্যাম। এটা খুবই মিষ্টি।'
আরও পড়ুন - Urfi Javed: বহু বলি নায়িকাকে হেলায় হারালেন উরফি, পিছনে ফেললেন সারা-জাহ্নবী-অনুষ্কা-কিয়ারাদের
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">