কলকাতা: এই প্রথম নয়, এর আগেও সাধারণ জ্ঞান নিয়ে কটাক্ষ করা হয়েছিল আলিয়া ভট্ট (Alia Bhatt)-কে। আর এবার কিয়ারা আডবাণী (Kiara Advani)। দক্ষিণী রাজ্যগুলি সম্পর্কে ও সেখানকার ভাষা সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার জন্য কটাক্ষের শিকার হতে হল কিয়ারা আডবাণীকে। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ক্লিপিং। কী রইল শেখানে? 


সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ক্লিপিংস। সেখানে দেখা যাচ্ছে রানা ডগ্গুবতী (Rana Daggubati) ও রাম চরণকে (Ram Charan)। রানা ডগ্গুবতীর একটি শো-তে এসেছিলেন কিয়ারা আডবাণী। সেখানে অভিনেতা কিয়ারাকে প্রশ্ন করেন, তিনি আদৌ দক্ষিণী ছবি দেখেন কি না? রামচরণ বলেন, 'কিয়ারা ইতিমধ্যেই দক্ষিণী সিনেমা থেকে এত উপার্জন করছে। তাহলে কেন ও দক্ষিণী ছবি পছন্দ করবে না?' রানা ডগ্গুবতী প্রশ্ন করেন, 'কিয়ারা আদৌ জানে তো দক্ষিণে ৪টে রাজ্য রয়েছে আর সেখানের আলাদা আলাদা ৪টে ভাষা রয়েছে?' এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু থামেন কিয়ারা। তারপরে হোঁচট খেয়েই উত্তর দেন। কর্ণাটক ও তেলঙ্গানার নাম তিনি অবলীলায় বললেও অন্ধ্রপ্রদেশ-এর নাম বলার সময় একটু হোঁচট খেলেন অভিনেত্রী। এরপরে তিনি বলেন, তামিল নাড়ুর নাম।'


এরপরে কিয়ারাকে প্রশ্ন করা হয়, মালয়ালি কোথাকার ভাষা? উত্তর হওয়ার কথা, কেরালা। কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারেননি কিয়ারা। শেষে রামচরণ উত্তরটা দিয়ে দেওয়ার পরেই কিয়ারা বলেন, 'আমি বলতেই যাচ্ছিলাম' কিয়ারার এই ক্লিপিংসই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিয়ারার এই না জানাকে নিয়েই শুরু হয়েছে চূড়ান্ত ট্রোলিং। অনেকে লিখেছেন, 'কিয়ারা হল নতুন আলিয়া'। অনেকে আবার লিখেছেন, 'কোনও ভূগোল শিক্ষককে এখানে অপদস্থ করা হয়নি কিন্তু'। অনেকে আবার লিখেছেন, 'এটা কী খুব সরল একটা ভৌগোলিক হিসাব নয়?' আরও এক নেটিজেন লিখেছেন, 'আমি তো অবাক হয়ে যাচ্ছি.. কিয়ারা এই সহজ উত্তরটা জানে না?' অনেকে আবার লিখেছেন, 'কিয়ারা খুব সুন্দরী.. কিন্তু যতক্ষণ তিনি মুখ না খুলছেন'। 


অভিনেত্রী অবশ্য এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি।


 






আরও পড়ুন: Prince Narula and Yuvika Chaudhary: করবা চৌথে নতুন শুরু, বাবা-মা হলেন প্রিন্স নারুলা আর যুবিকা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।