নয়াদিল্লি: আজ সিদ্ধার্থ মলহোত্র (Happy Birthday Sidharth Malhotra) ৩৮তম জন্মদিন। বলিউড তারকার এই বিশেষ দিনে তাঁকে খানিক অন্যভাবে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)। কী লিখলেন তিনি?


কিয়ারার আদুরে শুভেচ্ছা


১৬ জানুয়ারি, সিদ্ধার্থ মলহোত্রর জন্মদিন। এদিন অভিনেতার সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেন কিয়ারা। ছবিটা দেখে এক কথায় 'রোম্যান্টিক' বলাই যায়। ক্যাপশনে লিখলেন, 'বার্থডে বয়, কোন দিকে তাকিয়ে আছ?' 


ছবিতে কেবলমাত্র একটা বাক্যই। কিন্তু তা দেখেই অনুরাগীরা দুই তারকার মধ্যে আদুরে সম্পর্কের আভাস পেয়েছেন। 


দূরে সূর্যাস্ত হচ্ছে, আকাশের রং বদলাচ্ছে, আর একে অপরের চোখে ডুব দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। অভিনেত্রীর ক্যাপশন অনুযায়ী, সিদ্ধার্থ কোন দিকে চেয়ে আছেন তা সকলেই বুঝতে পারছেন। তাহলে কি এই ছবি পোস্ট করেই নিজেদের সম্পর্কের কথা অফিসিয়াল করতে চাইলেন অভিনেত্রী? আদুরে এই ছবির কমেন্টে অভিনেত্রী অনন্যা পাণ্ডে আবার লিখেছেন, 'মনে হচ্ছে এই ছবিটা আমারই তোলা'। অনুরাগীদের কমেন্টে শুভেচ্ছার বন্যা। মাত্র ১ ঘণ্টায় পোস্টে লাইকের সংখ্যা ছাড়িয়েছে ১ মিলিয়ন।


 






আরও পড়ুন: Kaushik-Churni Anniversary: বিয়ের ৩০তম জন্মদিন, বিশেষ দিনের অদেখা ছবিতে শুভেচ্ছাবার্তা


প্রসঙ্গত, বলি পাড়ায় এখন গুঞ্জন, ৬ ফেব্রুয়ারিই নাকি চার হাত এক হতে চলেছে সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর। জয়সলমীরে বসবে বিয়ের আসর, এমনটাই শোনা গেছে। প্রসঙ্গত, চলতি বছরে নববর্ষ উদযাপনও তাঁরা একইসঙ্গে করেছিলেন, দুবাইয়ে। তবে সম্পর্ক হোক বা বিয়ে, একাধিক প্রশ্নের মুখেও নিশ্চিত করে কখনওই কিছু জানাননি কেউ। তবে অবশ্য একেবারে নাকচও করেননি। ফলে অনুরাগীরা একপ্রকার নিশ্চিত যে বলিউডে জলদিই বাজতে চলেছে বিয়ের সানাই।
প্রসঙ্গত, কিয়ারা ও সিদ্ধার্থ বড়পর্দায় একসঙ্গে জুটি বাঁধেন ২০২১ সালের ছবি ‘শেরশাহ’-এ। সেখান থেকেই তাঁদের সম্পর্ক গভীর হয় বলে খবর। চলতি বছরে সিদ্ধার্থে দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। রশ্মিকা মান্দান্নার সঙ্গে এই প্রথম জুটি বাঁধবেন সিড। ছবির নাম ‘মিশন মজনু’। প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার ও গান। ছবিতে রশ্মিকার চরিত্রটিকে অন্ধ দেখানো হয়েছে। এছাড়া ‘যোদ্ধা’ ছবির কাজও চলছে। সেখানে সিদ্ধার্থের সঙ্গে অভিনয় করবেন দিশা পাটনি ও রাশি খন্না। মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন সিদ্ধার্থ, মাত্র ১৮ বছর বয়সে। এরপর সহ পরিচালক হিসেবে কাজ করেন ‘মাই নেম ইজ খান’ ছবিতে। ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে প্রথম অভিনয়। সঙ্গে ছিলেন বরুণ ধবন ও আলিয়া ভট্ট।