কলকাতা: সকাল থেকেই সরগরম কলকাতা বিমানবন্দর। আজ থেকে শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে উৎসবের উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, শাহরুখ খান (Shah Rukh Khan),  অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee), সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ (Arijit Singh)।                                   


আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে তারকাদের চাঁদের হাট। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে হাজির হয়েছেন অমিতাভ বচ্চন। কলকাতায় এসেছেন রানি মুখোপাধ্যায়ও।                                                                                                           


আরও পড়ুন: Anannya Saswata: কাঁটায়-কাঁটায় সিরিজ এবার ওয়েবের পর্দায়, গল্পে অনন্যা-শাশ্বত


এই বছর, ২৮ বছরে পড়ল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। শুধু সিনে দুনিয়ার তারকারা নয়, আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মহেশ ভট্ট (Mahesh Bhatt), জয়া বচ্চন (Jaya Bacchan), সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly) সহ একগুচ্ছ তারকারা। উদ্বোধনী ছবি, হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত 'অভিমান' ছবিটিকে দেখানো হবে।                                                                     


ভারত বাংলাদেশ ছাড়াও, রাশিয়া, সিরিয়া, জার্মানি, স্পেন, ফ্রান্স, আর্জেন্তিনা, বেলজিয়াম, ব্রাজিল, ফিলিপিন্স, সুইত্জারল্য়ান্ড সহ বহু দেশের ছবি দেখানো হবে ফেস্টিভ্য়ালে। ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্য়াল।