অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: মেয়র (Mayor) ফিরহাদ হাকিম (Firhad Hakim) হুক্কাবার (Hookah Bar) বন্ধের নির্দেশ দিলেও ঘুরপথে তা চালানোর ছাড়পত্র দিচ্ছে পুলিশ (Police)। বিস্ফোরক অভিযোগ তুললেন কাউন্সিলর বিশ্বরূপ দে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র। এদিন আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এবার থেকে নিজেই অ্যাটেস্টেড করে দেওয়া যাবে আয়ের শংসাপত্র। মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। জানান ফিরহাদ হাকিম।                                                                               

  


শহরজুড়ে হুক্কা বার নিষিদ্ধ করেছে কলকাতা পুরসভা। অথচ খোদ তৃণমূলেরই কাউন্সলিরের দাবি, ঘুরপথে হুক্কা বার চালানোর ছাড়পত্র দিচ্ছে পুলিশ। বুধবার পুরসভার অধিবেশনে এমনই বিস্ফোরক দাবি করলেন কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।                                                                                                      


খারাপ রাসায়নিক ব্যবহার ও হুক্কার সঙ্গে নেশার সামগ্রী মেশানোর অভিযোগ উঠছে, এই কারণে চলতি মাসের শুরুতেই শহরের সব হুক্কাবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। তারপর, হুক্কাবার চালানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। এই পরিস্থিতিতে পুলিশের বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল কাউন্সিলর। যার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র।                                                                          


আরও পড়ুন, শুভেন্দুর সভায় মৃত্যু নিয়ে খোঁচা অভিষেকের, 'বাবুসোনা'কে পাল্টা আক্রমণ শিশির-পুত্রের



এদিকে আয়ের শংসাপত্র নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা পুরসভা। এতদিন শংসাপত্রে কাউন্সিলরের সই লাগত। কিন্তু, এবার থেকে আর তার প্রয়োজন নাও পড়তে পারে। সেল্ফ অ্যাটেস্টেড সংশাপত্র চালু করা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে পুরসভা।                                                              


পুরসভার অধিবেশনে এদিন কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, শহরের বেশ কিছু জায়গায় ট্রাম লাইনের ওপর রাস্তা বেহাল। ট্রাম কর্তৃপক্ষ তা না সারানোয় দুর্ঘটনা ঘটছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র।