নয়াদিল্লি: ২০১০ সালে মুক্তি পায় 'ধোবি ঘাট' (Dhobi Ghat)। এর প্রায় ১৪ বছর পর দ্বিতীয় ছবি নিয়ে পরিচালনায় ফেরেন কিরণ রাও (Kiran Rao)। মুক্তি পায় 'লাপতা লেডিজ' (Laapataa Ladies) যা দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শক। কিন্তু এই প্রশংসার বন্যা বয়েছে ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাওয়ার পর। বক্স অফিসে তেমন সাফল্য পায়নি এই ছবি। সম্প্রতি বক্স অফিসে 'লাপতা লেডিজ' ছবির অসাফল্য নিয়ে মুখ খোলেন কিরণ। কী বললেন পরিচালিকা? (Box Office Failure)
বক্স অফিসে 'লাপতা লেডিজ' অসফল, মনে করেন কিরণ রাও
সম্প্রতি ফে ডি'সুজাকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালিকা কিরণ রাও স্বীকার করে নেন যে তাঁর দ্বিতীয় ছবি 'লাপতা লেডিজ' বক্স অফিসে অসফল হয়েছে।
তাঁর কথায়, 'একরকমভাবে, এই দুই ছবিই ('ধোবি ঘাট' ও 'লাপতা লেডিজ') বক্স অফিসে দারুণ ব্যবসা করেনি। 'ধোবি ঘাট' যদিও সেই সময় হিসেবে ভাল ব্যবসা করেছিল। ১০ থেকে ১৫ বছর পর, 'লাপতা লেডিজ' কিন্তু 'ধোবি ঘাট' ছবির থেকে খুব বেশি কিছু করতে পারেনি। ফলে, বলা চলে, যে আমি ব্যর্থ বলে মনে করি। বক্স অফিসের হিসেবে আমরা সফল নই। প্রচলিত নিয়মে, আমরা হাজার কোটি টাকার ব্যবসা করিনি, এমনকী ৩০, ৪০ বা ৫০ কোটিও না। এটাকে ব্যর্থতাই বলা চলে। এর জন্য আমি নিজেকেই দায়ী করি। 'ধোবি ঘাট' ছবির সময় এটা আরও বেশি করে মনে হত কারণ তখন বিকল্প আর কোনও মাধ্যম ছিল না, ওটিটি ছিল না সেই সময়। ফলে খুব বেশি দর্শকের কাছে পৌঁছয়নি। আমি বিশ্বাস করি যে সেই সময়ের নিরিখে খানিক আলাদা ছিল ছবিটা এবং সেই সময় প্রেক্ষাগৃহে মুক্তির ক্ষেত্রে খুবই বিরল। কিন্তু তাছাড়া, খুব একটা না। খুব গভীরভাবে ব্যর্থ নিজেকে মনে হয়নি।'
আরও পড়ুন: Netflix: ছোটদের ধরাছোঁয়ার মধ্যে 'অশ্লীল' কনটেন্ট নেটফ্লিক্সের! কী ব্যবস্থা ?
কিরণের কাছে 'ব্যর্থতা'র সংজ্ঞা কী? কিরণের কথায়, 'আমি মনে করি ব্যর্থতা সেই অর্থে যে আমি প্রতিদিন যে ব্যর্থতা অনুভব করেছি। ১০ বছর ধরে, আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি একটানা সত্যিই ব্যস্ত দিন কাটিয়েছি। আমার প্রথম ছবির পর, আমি ভেবেছিলাম দ্বিতীয় ছবি শীঘ্রই আসবে। কিন্তু সেই 'শীঘ্র'টি আসেনি। সেই পূর্ণচ্ছেদ এবং 'শেষ' বলার অক্ষমতা। এই ১০ বছরে আমি সত্যিই এমন কিছু নিয়ে সংগ্রাম করেছি, আমি নিশ্চিত যে বেশিরভাগ সৃজনশীল ব্যক্তিদের ব্যর্থতার অনুভূতির মুখোমুখি হতে হবে যখন তাঁরা খুব শীঘ্রই কিছু অর্জন করতে পারেন না বা তাঁরা কিছুই অর্জন করতে পারেন না।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।