কলকাতা: 'ইন্ডিয়া'জ গড ট্যালেন্ট' (India's Got Talent)-এর মঞ্চে বিচারকের দায়িত্ব পালন করে আসছেন কিরণ খের। কিন্তু এই সিজনের প্রস্তাব তাঁর কাছে আসতে সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি করেছিলেন তিনি। কিন্তু চ্যানেলের তরফ থেকে জানানো হয়, শ্যুটিং শুরু হতে দেরি আছে। এরপরেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে শ্যুটিংয়ের অভিজ্ঞতা বললেন কিরণ খের (Kirron Kher)।


সাংবাদিক সম্মেলনে এসে কিরণ খের বললেন, 'যখন এই শোয়ের শ্যুটিং শুরু করার কথা ছিল, তখন আমি অসুস্থ ছিলাম। কিন্তু সোনি (Sony) চ্যানেলের তরফ থেকে আমায় বলা হল শ্যুটিং দেরি করে শুরু হবে। রাজি হয়ে গেলাম। সারাদিন 'ইন্ডায়া'জ গড ট্যালেন্ট'-এর শ্যুটিংয়ে বসে থাকা বিষয়টা আমার শরীরের জন্য একটু কঠিন। কিন্তু আমার ভালো লাগে। কিন্তু যখন শিল্পা শেট্টি বা অন্যান্যরা মঞ্চে যায়, গানের তালে নেচে ওঠে আমারও ইচ্ছা করে ওদের সঙ্গে পা মেলাই। কিন্তু আমায় আমার শরীরের দিকে নজর রাখতে হয়। ইচ্ছা হলেও আমি নাচ করতে পারি না।'


আরও পড়ুন: ইনস্টাগ্রামে ফিরলেও সমস্ত পোস্ট মুছে দিলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা


সাংবাগিক সম্মেলনে হাজির ছিলেন অনুষ্ঠানের বাকি বিচারকেরাও। হাজির ছিলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty), বাদশা(Badshah), মনোজ মুন্তাসির ও সঞ্চালক অর্জুন বিজলানি (Arjun Bijlani)। কিরণ খেরের এই কথার সমর্থন করেন শিল্পা শেট্টিও। তিনি বলেন, 'শ্যুটিংয়ের পর বাড়ি ফিরে আমি শুয়ে পড়ি। মনে হয় সারা শরীরে প্রচন্ড ব্যথা। কিন্তু কিরণজীকে দেখি গোটা শো টানা চেয়ারে বসে থাকেন। এতটাই প্রফেশনাল উনি যে সমস্ত কাজ শেষ না করে কিছুতেই ওঠেন না।'


এবিপি আনন্দর তরফ থেকে কিরণ খেরকে প্রশ্ন করা হয়েছিল, এই মঞ্চে তাঁর সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কী? কিরণ খের উত্তরে এক একরত্তি মেয়ের কথা বলেন, যে গান গেয়ে তাঁর মন জয় করেছিল। তিনি বলেন, 'এই মঞ্চের সবচেয়ে বড় ইতিবাচক দিক হল সবাই বার বার তৈরি হয়ে ফিরে আসতে পারে নিজেদেরকে প্রমাণ করার জন্য।'