আবির দত্ত, কলকাতা: উপচে পড়া দর্শকের সামনে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গান গেয়ে গিয়েছেন। মনোরঞ্জন করে গিয়েছেন হাজার হাজার দর্শকের। কলকাতায় সারলেন জীবনের শেষ অনুষ্ঠান। আর অনুষ্ঠান শেষে, অসুস্থ কে কে-এর (KK) সঙ্গে শেষ পর্যন্ত ছায়াসঙ্গীর মতো ছিলেন তাঁর ম্যানেজার হিতেশ ভাট (Manager Hitesh Bhatt)। বন্ধুর প্রয়াণে কী প্রতিক্রিয়া তাঁর? জীবনের শেষ লগ্নে এসে কী বলেছিলেন কে কে? কী সমস্যা হচ্ছিল তাঁর? জানালেন রীতেশ।
কে কে-র ম্যানেজারের বক্তব্য
গতকাল অনুষ্ঠান শেষে ফিরে যাওয়ার সময় গাড়িতে শীত করছিল কে কে-র। তাঁর জন্য গাড়ির এসি বন্ধ করে দিতে হয়। হাতে-পায়ে ক্র্যাম্প ধরতে শুরু করে। তবুও হোটেলে ফিরে অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে ছবিও তোলেন কে কে। হোটেলের ঘরে ঢুকে সোফায় বসতে গিয়ে পড়ে যান। কে কে-র শেষ মুহূর্তের এই সমস্ত কথা জানিয়েছেন তাঁর ম্যানেজার হিতেশ ভাট। পাশাপাশি, তিনি জানিয়েছেন, গতকাল নজরুল মঞ্চ 'ওভার ক্রাউডেড' ছিল।
হিতেশ ভাটের কথায়, হোটেলরুমের দরজা খুলতেই সোফায় বসতে যান, তখনই লুটিয়ে পড়েন। তাঁর কথায়, 'আমি চেষ্টা করেও পারতাম না তুলতে কারণ আমি রোগা পাতলা। এরপর হোটেলকর্মীদের ডাকি। তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।' শোনা যাচ্ছে, বিগত ১৫ দিন ধরে দেশের একের পর এক শহরে শো করে বেরিয়েছেন তিনি।
আরও পড়ুন: KK Death: আমার দেখা সবচেয়ে নম্র, ভদ্র, খাঁটি মানুষদের একজন, অসাড় লাগছে: শ্রেয়া ঘোষাল
আজ তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে। শহরে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন কে কে-র স্ত্রী ও ছেলে। গতকাল অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ বোধ করেন তিনি। অনুষ্ঠানের মাঝে বিশ্রাম নেন। ঘাম মুছতেও দেখা যায় অনুষ্ঠানের মাঝে। ভাইরাল সেই ভিডিও। অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে না অন্য কোনও কারণ তা খতিয়ে দেখতেই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এছাড়া কালকের অনুষ্ঠানে কে কে-র সঙ্গে যাঁরা ছিলেন অর্থাৎ তাঁর সঙ্গী বা সহ সঙ্গীতশিল্পীদের সঙ্গে ও হোটেল কর্মীদের কথা বলবেন পুলিশ আধিকারিকরা। জানা যাচ্ছে, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন পড়লে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হতে পারে।