কলকাতা: বাড়ির পুজো, সিঁদুরখেলা.. মল্লিকবাড়ির পুজোর মধ্যমণি তিনি। আদরের মেয়ের সঙ্গে তাঁর বাবার সম্পর্ক নজর কাড়ে সবসময়। গোটা পুজো বাড়ির সবার সঙ্গে হাসি, আড্ডা আর তার মধ্যেই চলে আচার অনুষ্ঠান পালন। বিজয়া সেই সমস্ত আনন্দের যেন সাময়িক ইতি। বিষাদের সুরে ঘরের মেয়েকে বিদায়। কিন্তু শেষবেলাতেও সিঁদুর মেখে হাসিতে উপচে পড়লেন কোয়েল মল্লিক (Koel Mallick)। মল্লিক বাড়ির মেয়ে।
এই কটা দিন তিনি নায়িকা নন, এক্কেবারে ঘরের মেয়ে। বাবা, মা, স্বামী, সন্তানের সঙ্গে ঝরঝরিয়ে সময় কেটে যায় কোয়েলের। বিয়ের আগে থেকেই নাকি তিনি অপেক্ষা করতেন সিঁদুর খেলার। আর এখন সেই সিঁদুর খেলার মধ্যমণি কোয়েলই। অন্য়থা হল না এই বছরেও। লাল পাড় সাদা শাড়িতে সিঁদুরে রাঙা হলেন কোয়েল। বাড়ির মেয়েদের সঙ্গে দেবীবরণ, সিঁদুরখেলা সবই হল নিয়মমাফিক।
শুধু তাই নয়, বিসর্জনে একেবারে গঙ্গার ঘাটেও পৌঁছে গেলেন কোয়েল। বিসর্জনে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল রঞ্জিত মল্লিকের নাচ। কোয়েল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন একগুচ্ছ ছবি। সেখানে রয়েছেন তাঁর পরিবারের সবাই, সিঁদুর খেলার বিভিন্ন মুহূর্ত। তবে এর মধ্যে নজর কেড়েছে একটি ছবি।
আরও পড়ুন: Sushmita Sen: এবার রূপান্তরকামীর ভূমিকায় সুস্মিতা সেন
বিসর্জনে যাওয়ার পথে হাঁটছেন কোয়েল। আর তিনি ২ হাত দিয়ে ধরে রয়েছে তাঁর জীবনের দুই পুরুষকে। এক হাতে কোয়েল ধরে রয়েছেন বাবা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)-এর হাত। অন্যহাতে স্বামী নিসপাল সিং রানে (Nishpal Singh Rane)-র হাত। কোয়েলের জীবনে দুজনেই সমান গুরুত্বপূর্ণ যে। নায়িকা হলেও পরিবারের সঙ্গে মিশে থাকতে ভালোবাসেন কোয়েল।