কলকাতা: মিতিন মাসি (Mitin Mashi) ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবির শ্যুটিংয়ে আহত হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। নিজের সোশ্যাল মিডিয়ায় স্টোরি পোস্ট করে জানালেন নায়িকা। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। হয়েছে চিকিৎসা। অন্যদিকে, তাঁকে নিয়ে জল্পনা তুঙ্গে। এই অভিনেত্রী এবং স্টারকিড নাকি মা হতে চলেছেন! আর আজ, সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার ছবি শেয়ার করে তিনি কি কেবল পুরনো স্মৃতি ভাগ করে নিলেন? নাকি আরও উস্কে দিলেন মা হওয়ার জল্পনা? অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty) কি সত্যিই মা হতে চলেছেন তবে? বাবা হতে চলেছেন কে এল রাহুল (K L Rahul)? আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? এক নজরে দেখে নিন বিনোদনের সারাদিন


ফিটিং' পোশাকে ফিরলেন পরিণীতি, ভিডিও পোস্ট করে অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় টানলেন ইতি


আপাতত তাঁর আসন্ন ছবি 'অমর সিং চমকিলা'র ('Amar Singh Chamkila' Promotion) প্রচার নিয়ে ব্যস্ত অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। ছবির প্রচারে তাঁর পোশাক দেখে নেটিজেনদের মধ্যে উস্কে ওঠে জল্পনা, তিনি নাকি অন্তঃসত্ত্বা (Pregnancy Rumours)। দিন কয়েক আগে একটি পোস্ট করে সেই জল্পনায় জল ঢালেন অভিনেত্রী নিজেই। এরপর আজ, আরও একটি পোস্ট করেন তিনি। সেখানে একেবারেই স্পষ্ট করে দেন যে তিনি সন্তানসম্ভবা নন। প্রচারের জন্য বেছে নিলেন একেবারে 'ফিটিং' পোশাক। কখনও বিমানবন্দরে ঢিলেঢালা শার্ট, কখনও ছবির ট্রেলার লঞ্চে ঢিলেঢালা কাফতান ড্রেস, সম্প্রতি বারবার এই ধরনের পোশাকে দেখা যাচ্ছিল 'ইশকজাদে' অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। শিরোনামে উঠে আসে তাঁর সন্তানসম্ভবা হওয়ার জল্পনা। দিন কয়েক আগে একটি পোস্টে তিনি বুঝিয়ে দেন 'কাফতান পরা মানেই কেউ অন্তঃসত্ত্বা নন'। এদিন আরও একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওয় লেখা দেখা যায়, 'আজ ভাল মতো ফিট করে এমন পোশাক পরছি, কারণ যখন আমি কাফতান ড্রেস পরার চেষ্টা করেছিলাম...' এরপরই ভিডিওয় ভেসে ওঠে একগুচ্ছ সংবাদ শিরোনাম। যেখানে প্রত্যেকটিতেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা প্রকাশ করা হয়েছিল। এদিন তাঁকে একটি সাদা রঙের প্যান্টস্যুট পরে দেখা গেল। তাঁর এই পোস্টে এক অনুরাগী লেখেন, 'দুই পোশাকেই তুমি রানির মতো'। আবার একজন লেখেন, 'যেটাই হোক, তুমি অত্যন্ত সুন্দর।' ভিডিও পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'আমার ফিটেড পোশাকের জমানায় প্রবেশ করছি'। 


চঞ্চলের নতুন ওয়েব সিরিজ খুঁজবে 'রুমি'-র জীবনের রহস্য


একের পর এক তাক লাগানো অভিনয় করে তিনি দর্শকদের মনজয় করে নিয়েছেন ইতিমধ্যেই। তবে এই প্রথম, একজন অন্ধের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে অন্ধ বললে ভুল বলা হবে, একজন অন্ধ গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে তাঁকে। চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। তবে এই গল্প ভূতের নাকি গোয়েন্দার? থ্রিলার নাকি অলৌকিক কিছুর? আজ মুক্তি পেল নতুন ওয়েব সিরিজ 'রুমি'-র ট্রেলার (Rumi)। এই গল্প শুরু হয়েছে এক সিআইডি অফিসারকে নিয়ে, যাঁর নাম রুমি। হঠাৎ এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন দুঁদে এই অফিসার। সেই সময়ে এক খুনের ঘটনার তদন্ত করছিলেন তিনি। দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার পর থেকেই অদ্ভূত সব স্বপ্ন দেখতে শুরু করেন এই রুমি। স্বাভাবিক নয়, প্রত্যেক স্বপ্নেরই রয়েছে একটা অদ্ভূত অর্থ। রুমি স্বপ্নে একটি মেয়েকে দেখেন, যাঁকে বাস্তবে কোনোদিন দেখেননি তিনি। কে সেই মেয়েটি? দুর্ঘটনায় মৃত রুমির মা? নাকি তাঁর প্রেমিকা, নাকি রুমির কোনও অবৈধ সম্পর্ক? এই স্বপ্ন কি রুমিকে খুনের কিনারা করতে সাহায্য করবে? নাকি এই সমস্ত স্বপ্ন একেবারেই তাঁর মনের ভুল। আদৌ কোনও অর্থই নেই তার। সেই গল্পই বলবে 'রুমি'। 


ছোটবেলার ছবি শেয়ার, মা হওয়ার জল্পনায় কি এভাবেই সিলমোহর দিলেন এই অভিনেত্রী?


তাঁকে নিয়ে জল্পনা তুঙ্গে। এই অভিনেত্রী এবং স্টারকিড নাকি মা হতে চলেছেন! আর আজ, সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার ছবি শেয়ার করে তিনি কি কেবল পুরনো স্মৃতি ভাগ করে নিলেন? নাকি আরও উস্কে দিলেন মা হওয়ার জল্পনা? অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty) কি সত্যিই মা হতে চলেছেন তবে? বাবা হতে চলেছেন কে এল রাহুল (K L Rahul)? সদ্য, বাবা সুনীল শেট্টি (Sunil Shetty)-র একটি কথাতেই জল্পনা শুরু হয়েছে আথিয়া শেট্টির মা হওয়া নিয়ে। ২০২৩ সালের জানুয়ারি মাসে, খুব ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই সাত পাকে বাঁধা পড়েন ক্রিকেটার কে এল রাহুল ও আথিয়া শেট্টি। সুনীল শেট্টির খান্ডালার ফার্ম হাউজে গাঁটছড়া বাঁধেন তাঁরা। তবে এই জল্পনার শুরু হয়েছে সদ্যই। আসলে একটি নাচের রিয়্যালিটি শো-তে 'গ্র্যান্ডপেরেন্টস' অর্থাৎ ঠাকুমা-দাদুদের বিশেষ একটি পর্ব অনুষ্ঠিত হয়েছিল। সেখানে হাজির ছিলেন সুনীল শেট্টি। কথায় কথায় তিনি বলেন, 'হ্যাঁ, পরের সিজনে যখন আমি আসব, আমি এই মঞ্চে দাদু হিসেবে হেঁটে উঠব।' এই কথাতেই শুরু হয়েছিল জল্পনা। তাহলে কি সন্তানসম্ভবা আথিয়া শেট্টি? এই মন্তব্যের পরে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন দম্পতি, কোনও কথা শোনা যায়নি পরিবারের তরফেও। তবে আজ সোশ্যাল মিডিয়ায় আথিয়ার ছোটবেলার ছবি দেখে অবশ্য দুয়ে দুয়ে চার করছেন অনেকেই। একদিকে অনেকে যেমন ভাবছেন, এ কেবলই আথিয়ার স্মৃতিচারণা, অপর পক্ষ অবশ্য ভাবছেন, সন্তান আসার সুখবরেই যেন এভাবে সিলমোহর দিলেন আথিয়া শেট্টি। কমেন্ট বক্সও ভরেছে এমনই মন্তব্যে। 


অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ে গুরুতর আহত 'মিতিন মাসি', এখন কেমন আছেন কোয়েল মল্লিক?


মিতিন মাসি (Mitin Mashi) ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবির শ্যুটিংয়ে আহত হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। নিজের সোশ্যাল মিডিয়ায় স্টোরি পোস্ট করে জানালেন নায়িকা। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। হয়েছে চিকিৎসা। সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি স্টোরি পোস্ট করেন 'মিতিন মাসি' কোয়েল মল্লিক। তিনি শ্যুটিং সারছিলেন আসন্ন 'একটি খুনির সন্ধানে মিতিন' ছবির। তারই একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে গতকাল আহত হয়েছেন কোয়েল। এদিন তিনি লেখেন, '৩১ মার্চ 'একটি খুনির সন্ধানে মিতিন...'-এর একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় আমি আহত হই। সঙ্গে সঙ্গে আমাকে মেডিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে ও এক্সরে করে ডান হাতের আলনা হাড়ের শ্যাফটে চিড় ধরা পড়েছে। হাতের জন্য কাস্ট দেওয়া হয়েছে এবং ডাক্তার বিকাশ কপূরের পরামর্শে খুব দ্রুত সুস্থ হয়ে উঠব।' আপাতত তাঁর সুস্থতার অপেক্ষায় সকলে।


'অনুরাগ যদি এই ছবি দেখেও 'ঘটিয়া' বলেন...' বলিউড পরিচালককে চ্যালেঞ্জ দেবালয়ের


কে এই দেবালয়? অল্পদিনেই দর্শকদের মনে দাগ কেটেছেন তরুণ এই পরিচালক। বড়পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ, প্রত্যেক ক্ষেত্রেই দেবালয় বেশ প্রিয় বর্তমান বাঙালির। ইতিমধ্যেই বড়পর্দায় মুক্তি পেয়েছে ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে 'শ্রীস্বপনকুমারের বাদামী হায়নার কবলে' ছবিটি। আর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় সেই ছবিটি। আর এবার, প্রচারের এক অভিনব পন্থা বের করলেন দেবালয়। কি সেটা? দেবালয় বলছেন, 'অনুরাগ কশ্যপ ঠিকই বলেছেন। বাংলা ছবি 'ঘটিয়া'-ই তো। আমরা তো এত বছর ধরে অপেক্ষা করেছিলাম বাইরে থেকে কেউ এসে আমাদের ছবিকে 'ঘটিয়া' বলবে।  ঠিক যেমন হয়েছিল কয়েক দশক আগে যখন বাইরে কেউ বলেছিল তোমাদের এই ছবিটা অসাধারণ তারপরে ফাঁকা হলটাকে বাঙালি দলে দলে ভরিয়ে ফেলেছিল। পথের পাঁচালি। আসলে বাইরে থেকে কেউ কিছু না বললে আমরা তো নড়েচড়ে উঠি না। যেমন ধরুন আমি একটা ছবি বানিয়েছি শ্রীস্বপনকুমারের বাদামি হায়নার কবলে। একটা ঘটিয়া ছবি।' এরপরে ছত্রে ছত্রে আসতে থাকে ছবির বিভিন্ন ক্লিপিংস। এরপরে দেবালয় শেষ করেন, 'অনুরাগ কশ্যপ কোন ছবিকে ঘটিয়া বলেছেন জানি না, কিন্তু অনুরাগ কশ্যপ যদি শ্রীস্বপনকুমারের বাদামি হায়নার কবলে ছবিটি দেখে 'ঘটিয়া' বলেন, তাহলে আমি 'ঘটিয়া' ছবি বানানো ছেড়ে দেব।' মূলত প্রচারের উদ্দেশে তৈরি এই ভিডিওটায় বাঙালিদের হয়েও যেন কথা বলে গেলেন দেবালয়। বাংলা ছবিকে 'ঘটিয়া' বলায় ফুঁসে উঠেছিলেন অনেকেই। তাঁদের হয়েই যেন জবাব দিলেন অনুরাগ। প্রসঙ্গত, ১২ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-তে মুক্তি পাবে এই ছবি। মুখ্যভূমিকায় রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও শ্রুতি দাস (Shruti Das)। বড়পর্দায় মুক্তি পাওয়ার পরে এই ছবিটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।


আরও পড়ুন: Bengali Serial Update: ধারাবাহিকে নতুন চরিত্র, টাইমস্লট বদলে চমক আনতে পারবে শিমুল?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।