কলকাতা: করোনাভাইরাসের থাবা এবার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতেও। বাবা-মা ও স্বামী নিসপাল রানের সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন কোয়েল। আপাতত সেল্ফ কোয়ারেন্টিনে রয়েছেন তাঁরা।

শুক্রবার সন্ধেয় টুইট করে কোয়েল লেখেন, “মা-বাবা আমি এবং রানে করোনায় আক্রান্ত হয়েছি। আপাতত সবাই সেল্ফ কোয়রান্টিনে”।

সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই করোনার উপসর্গ দেখা যাওয়ায় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এরপর রিপোর্ট পজিটিভ আসে। দুই মাস আগেই মা হয়েছেন কোয়েল। মে মাসে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

কোয়েল ট্যুইট করে তাঁদের করোনা আক্রান্ত হওয়ার কথা জানানোর পর সোশ্যাল মিডিয়ায় সুস্থতার কামনা করেছেন অনুরাগীরা। টলিউড তারকারাও দ্রুত আরোগ্য কামনা করেছেন।

জিৎ, আবির চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানি, জয়া এহসান, প্রিয়ঙ্কা সরকার, বিক্রম চট্টোপাধ্যায়,অর্পিতা চট্টোপাধ্যায়ের মতো তারকারা দ্রুত আরোগ্য কামনা করেছেন।