কলকাতা: দীর্ঘসময় আড়ালে থাকার পর ফের পর্দায় বাজিমাত করতে শুরু করেছেন ববি দেওল (Bobby Deol)। তাঁর একাধিক ছবি, সিরিজ জায়গা করে নিচ্ছে সিনেপ্রেমীদের মনে। তবে এই দীর্ঘ বিরতি কেন? সম্প্রতি 'কফি উইথ কর্ণ'- সিজন ৮ এর শোয়ে এসে এবিষয়েই কথা বললেন 'আশ্রম' অভিনেতা।


১৯৯৫ সালে 'বারসাত' ছবির মাধ্য়মে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন ববি দেওল। এরপর 'সোলজার', 'বাদল', 'গুপ্ত', 'ঝুম বারাবার ঝুম', 'আব তুমহারে হাওয়ালে ওয়াতান সাথিও' মত ছবি তিনি দর্শককে উপহার দেন। আর তারপরই আড়ালে চলে যান এই অভিনেতা। তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নেন পরিচালক- প্রযোজকরাও। হতাশায় ডুবে যেতে থাকেন ধর্মেন্দ্র পুত্র। কর্ণ জোহরের শোয়ে এসে তিনি বলেন, 'আমি হাল ছেড়ে দিয়েছিলাম, নিজেকে করুণা করতে শুরু করেছিলাম। ঘরে বসে সারাদিন ধরে আমি কেবল প্রচুর মদ্যপান করেছি। ভাবতাম, মানুষ কেন আমাকে নেয় না? কেন প্রযোজক-পরিচালকরা আমার সঙ্গে কাজ করতে চায় না? আমার মনে হয় আমি সবকিছু নিয়ে এতটাই নেতিবাচক হয়ে গিয়েছিলাম যে আমার জীবনে কোনও ইতিবাচকতা ছিল না। আমি ঘরে বসে থাকতাম, দেখতাম আমার স্ত্রী কাজ করেছে।'


ববি দেওল আরও বলেন ,' একদিন হঠাৎ আমি আমার ছেলেকে বলতে শুনলাম, তুমি জানো মা, বাবা বাড়িতে বসে থাকে আর তুমি প্রতিদিন কাজ করতে যাও। আমার কাছে এই কথা ধাক্কার মত লাগে। আমি শুধু মনে মনে বলেছিলাম, না আমি পারব না। এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সময় লেগেছে তবে আমি এই পরিস্থিত থেকে বেরিয়ে আসতে পেরেছি। এটা রাতারাতি হয়নি। অনেক সময় ও পরিশ্রম লেগেছে। কিন্তু আমি আবার কাজের জগতে ফিরতে পেরেছি।'


আরও পড়ুন...


করিশ্মা-করিনা থেকে বলিউডের তাবড় সেলিব্রটি, বলিউড বাদশার জন্মদিনে কেমন সাজলেন হেভিওয়েট তারকারা?


অভিনেতা জানান, 'এই কঠিন সময়ে আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনেরা আমার পাশে ছিল। আমি বুঝেছিলাম এই কঠিন পরিস্থিতি আমাকেই কাটিয়ে উঠতে হবে। আমি সম্পূর্ণভাবে কাজে ফোকাস করা শুরু করি। বহু পরিচালক-প্রযোজকদের সঙ্গে দেখা করি, তাঁদের জানাই আমি তাঁদের সঙ্গে কাজ করতে চাই। তারপরই আস্তে আস্তে এই পরিস্থিতি কাটে।'


উল্লেখ্য়, এবছরই মুক্তি পাবে ববি দেওল অভিনীত 'অ্য়ানিম্যাল'। দর্শকের এই ছবি কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial