কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) নতুন ছবির নায়ক নায়িকা কি ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও সোহিনী সরকার (Sohini Sarkar)? নতুন ছবি 'কলকাতা ৯৬' -এর চিত্রনাট্য পড়ার ছবি শেয়ার করে নিলেন নতুন পরিচালক রাহুল। 


সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে অবশ্য ঋত্বিক ধোঁয়াশা বজায় রাখলেন। দর্শকদের কাছে প্রশ্ন রাখলেন, 'আমার পরের ছবি কলকাতা-96। আমাদের চার জনের মধ্যে কে পরিচালক জানেন?' তবে রাহুল যে নতুন ছবি পরিচালনা করছেন, সেই কথা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর রাহুলের ছবিতে প্রথমবার অভিনয় করছেন ছেলে সহজ (Sohoj)।


সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে ছবির লোগো প্রকাশ করেছিলেন রাহুল ও ছবির প্রযোজক রানা সরকার। সেই পোস্টার লোগোতে পরিস্কার, ক্রিকেটের গল্প বলবে এই ছবি। পোস্টার প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় রাহুল লিখেছিলেন, 'দাদার ৫০ তম জন্মদিনে,আজ আমাদের সিনেমার লোগো প্রকাশ করছি আমরা। অনেকেই জিজ্ঞেস করছেন, কলকাতা ৯৬ কেন?উত্তর আপনাদের সামনে।' পোস্টারের একদিকে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দুটি ছবি। একটি ছবিতে ব্যাট হাতে সৌরভ। দুটি ছবিই ক্রিকেট মাঠের। 


আরও পড়ুন: Top Entertainment News Today: লীনাকে তলব দিল্লির আদালতের, শাহরুখের প্রতিবেশী রণবীর, বিনোদনের সারাদিন


এই ছবির প্রযোজনা করছেন রানা সরকার (Rana Sarkar)। তিনিও এদিন সোশ্যাল মিডিয়ায় (Social Media শেয়ার করে নেন ছবির পোস্টার। ১৯৯৬-এ লর্ডসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই অবিস্মরণীয় সেঞ্চুরীর কথাই মনে করিয়ে দেবে এই ছবি। সালের উল্লেখ করতেই ছবির নামে রাখা হয়েছে ৯৬ সংখ্যাটি।




রাহুলের এই ছবিতে জুটি বাঁধছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), সোহিনী সরকার (Sohini Sarkar)। এই খবর প্রকাশ্যে এসেছিল আগেই। আজ রাহুলের পোস্ট থেকে সেই জল্পনায় শীলমোহর পড়ল। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশিক সেন (Kaushik Sen), কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee), লামা হালদারকে (Lama Haldar)। অন্যদিকে এই ছবি দিয়েই রুপোলি পর্দায় হাতেখড়ি হচ্ছে রাহুল পুত্র সহজের (Sohoj)। এই মাসের শেষ থেকেই শ্যুটিং শুরু হবে ছবির। তবে এই ছবি সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনচিত্র নয়। বরং ৯৬ সালের বাঙালির আবেগকে তুলে ধরার চেষ্টা করবে এই ছবি।