কলকাতা : পথকুকুরদের খাওয়ানো, দেখভাল করা নিয়ে এর আগে 'হেনস্থা' হয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার পথকুকুরদের খাওয়াতে গিয়ে 'আক্রান্ত' হলেন অভিনেতা দম্পতি। কলকাতার কসবা রাজডাঙার রাস্তায় অভিনেতা ইন্দ্রনীল মল্লিক ও অভিনেত্রী সায়ন্তনী মল্লিককে নাকি মারধরও করা হয়েছে পথকুকুরদের খাওয়ানোর জন্য। যে শহরের নাগরিকরা কিছদিন আগে পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে সরব হয়েছিলেন, সেই শহরেই পথকুকুরদের ভালবাসতে গিয়ে রোষের শিকার হতে হল সেলিব্রিটি দম্পতিকে। 

Continues below advertisement

অভিনেতা - অভিনেত্রীর অভিযোগ,  পথকুকুরদের খাওয়াতে গিয়ে এলাকার মানুষের হাতে নিগৃহীত হয়েছেন তাঁরা। শুধু তাই নয়, বাধা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে থাকা সঙ্গীরাও। অভিযোগকারী অভিনেত্রী সায়ন্তনী মল্লিক একটি ভিডিও-এ শেয়ার করেছেন।  সেখানে ঘাড়ধাক্কা দিতে দেখা গেছে এক ব্যক্তিকে। অভিনেত্রী-দম্পতির দাবি শুক্রবার রাতে, রাজডাঙার গোল্ডপার্ক এলাকায়, পথকুকুরদের খাওয়াতে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, সেইসময়ই স্থানীয় একটি ক্লাব থেকে তেড়ে আসেন কয়েকজন ব্যক্তি। পথ কুকুর খাওয়ানো নিয়ে শুরু হয় দুই পক্ষের বচসা। অভিযোগ, কথা কাটাকাটি হতে হতে তাদেরকে ঘিরে ধরে মারধর শুরু করেন তাঁরা। তাদের মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালীও ছিল বলে অভিযোগ।

ইতিমধ্যেই এই ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। MR বাঙুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে 'আক্রান্ত' অভিনেতা দম্পতিকে। এ প্রসঙ্গে পুলিশের দাবি, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত চলছে। যদিও, যাদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, তাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

Continues below advertisement

এর আগে একাধিকবার অভিনেত্রী শ্রীলেখা মিত্রও এই ধরনের অভিযোগ করেন। শ্রীলেখার  আবাসনে তাঁর প্রকাশ্যে সারমেয়দের যত্ন-আত্তি করা , খেতে দেওয়া অনেকেরই পছন্দ হয়নি। সরাসরি বিরোধিতা করেন অনেকে। শ্রীলেখা অভিযোগ করেন, অনেকে নাকি তাঁকে হুমকিও দেন। তাই নিয়ে কয়েক বছর আগে একাধিক ফেসবুক লাইভও করেন অভিনেত্রী। পথকুকুরদের নিয়ে বরাবর লড়াই করে এসেছেন শ্রীলেখাও । তার জন্য তাঁকে সমস্যাতেও পড়তে হয়েছে। এবার পথকুকুরদের খাওয়াতে গিয়ে 'আক্রান্ত' হলেন  ইন্দ্রনীল , সায়ন্তনী। 

এই অভিনেতা দম্পতির  নিজেদের বাড়িতেও পোষ্য রয়েছে। পথ কুকুরদের নিয়ে বিভিন্ন ইস্যুতে সরবও হন তাঁপা। পথ কুকুরদের স্বার্থে প্রতিবাদ মিছিলেও পা মেলাতে দেখা যায় তাঁদের। কিন্তু তার জন্য খাস কলকাতায়  এমন অভিজ্ঞতা হবে, ভাবতে পারছেন না তিনি। তাই কার্যতই মানসিক ধাক্কা খেয়েছেন তাঁরা।