কলকাতা: নিজের ছন্দে বহমান 'কলকাতা চলন্তিকা (Kolkata Chalantika)'। পাভেলের সদ্য মুক্তি পাওয়া ছবিতে অনেকেই নতুন চোখে দেখেছেন কলকাতাকে। ভালো-খারাপ মিশ্র প্রতিক্রিয়া নিয়েই একাধিক প্রেক্ষাগৃহে শো-এর বেড়েছে ছবির। ইতিমধ্যেই এই ছবি দেখে ফেলেছেন বিভিন্ন তারকারাও। আর 'কলকাতা চলন্তিকা' ঠিক কতখানি মন ছুঁল, সেই কথা ভাগ করে নিলেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)।


'কলকাতা চলন্তিকা' তাঁর মন ছুঁয়েছে, এই কথা প্রথমেই জানালেন অম্বরীশ। তারপরে বললেন, 'পাভেল আমার অত্যন্ত পছন্দের পরিচালক। ওর সঙ্গে আমি ২টো কাজও করেছি। আলাদা করে কারও অভিনয়ের কথা বলব না। প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছেন। কিন্তু পাভেল এই ছবিতে ওর নিজের ছক ভেঙে বেরিয়ে এসেছে। 'অসুর' এবং 'রসগোল্লা' দেখে পাভেলের কাজ সম্পর্কে দর্শকদের মনে একটা ধারণা তৈরি হয়েছিল। প্রত্যেক পরিচালকেরই একটা বিশেষ কাজের ধারা, গল্প বলার পদ্ধতি থাকে। এই ছবিতে পাভেল একটা সাহসীকতার কাজ করেছে। কিন্তু 'কলকাতা চলন্তিকা'-র মধ্যে দিয়ে দর্শকদের সামনে অন্যভাবে নিজেকে ও নিজের কাজকে তুলে ধরতে চেয়েছে। সেটা দর্শকদের ভালো লাগতে পারে বা নাও লাগতে পারে। কিন্তু সেটা ছবি দেখে সবাই নির্ধারণ করবেন। আমার একমাত্র অনুরোধ, ছবিটা দেখেই ভালো খারাপ বিচার করবেন।'


আরও পড়ুন: Katrina Kaif: কেন সবাইকে জানিয়ে বিয়ে করেননি? অবশেষে কারণটা জানালেন ক্যাটরিনা


সালটা ২০১৬। রোজকার ছন্দে ব্যস্ত শহর কলকাতা। তার রোজকার প্রেম-ভালবাসা-বিদ্রোহ-ঝগড়া-গৃহস্থালীর নিয়মে হঠাৎ ছন্দপতন। ভেঙে পড়ে নির্মীয়মান পোস্তা উড়ালপুলের একাংশ। চারিদিকে আর্তনাদ, চিৎকার, স্বজনহারাদের চোখের জলে ভাসে শহর। হাহাকারের সেই দিনের ক্ষত আজও দগদগে শহর কলকাতার বুকে। টিভির পর্দায় যে ভয়াবহ দৃশ্য দেখে চমকে উঠেছিল তিলোত্তমা, ৬ বছর পেরিয়ে কেমন আছে সেই জায়গা, কেমন আছে কলকাতা? এখনও কি সে আগের মতোই 'চলন্তিকা'? এই বিষয়বস্তু নিয়েই তৈরি হয়েছে ছবিটি। মুখ্য ভূমিকায় দেখা যাবে ইশা সাহা (Isha Saha), রজতাভ দত্ত (Rajatabha Dutta), সৌরভ দাস (Sourav Das), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত, অনামিকা সাহাকে।