কলকাতা: মামলায় জড়ালেন পরিচালক অঞ্জন দত্ত (Anjan Dutt)। অঞ্জন দত্ত-র জন্য আদালতে গেলেন প্রযোজক রাণা সরকার। পরিচালকের পরবর্তী বাংলা ছবি 'বেলা বোসের জন্য ' উপরে স্থগিতাদেশ জারি করল আদালত। উল্লেখ্য, একুশ সালে অঞ্জন দত্ত জানিয়েছেন, তার বিখ্যাত গান বেলা বোস-কে নিয়ে ছবি তৈরি করবেন। সেই অপেক্ষায় ছিল গায়ক অঞ্জনের ভক্তরা। কিন্তু সেগুড়ে আচমকাই বালি। এবার সেই ছবি নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে।
ঘটনার শুরু পরিচালকের পরবর্তী বাংলা ছবি 'বেলা বোসের জন্য ' নাম প্রকাশের পরেই। মূলত প্রযোজনার দায়িত্ব ছিল টলিউডের খ্যাতানামা প্রযোজক রাণা সরকারের উপর। এনিয়ে অঞ্জন দত্ত-র সঙ্গে কথা ফাইনালও হয়ে যায়। ছবির জন্য অ্য়াডভ্যান্সও দিয়ে দেন। কিন্তু তারপরেই ঘটে ছন্দপতন। পরিচালক অঞ্জন দত্ত এরপরেই ছবিটি তৈরি পরিকল্পনা বাতিল করে দেন। তবে এই মুহূর্তে জানা গিয়েছে, রাণা নয়, অন্য প্রযোজকের সঙ্গে ছবি বানাচ্ছেন অঞ্জন দত্ত। আর এখানে ক্ষেপে গিয়েছেন প্রযোজক রাণা সরকার। গিয়েছেন আদালতে। অঞ্জন এবং পরিচালক পুত্র নীল দত্ত-র বিরুদ্ধে তিনি মামলা করেছেন। ক্ষতিপূরণ হিসাবে ৫৭ লক্ষ টাকা চেয়েছেন রাণা।
'এটা কি ২৪৪১১৩৯?, বেলা বোস তুমি পারছো কি শুনতে?', চাকরি পাওয়ার পর প্রেমিকার কাছে সম্বন্ধটা ভেস্তে দেওয়ার এমন অনুরোধ, বুকে ছ্যাঁত করে উঠেছিল বাঙালির। কারণ সাল ছিল ১৯৯৮ সাল। চাকরি না পেয়ে তখন ঘরে ঘরে প্রেমিকাকে হারাচ্ছে প্রেমিকরা। হাত ছেড়ে দিতে হচ্ছে প্রাণের মানুষের। এমন ধিকি ধিক যন্ত্রনার আঁচ যে আজীবনকালেও যাবার নয়। তাই বাইশ সালেও এছবি যে মন ছুঁয়ে যেত বাঙালির, তা বলার অপেক্ষা রাখে না। কারণ প্রাণের মানুষকে কেই বা হারাতে চায় ! আর এখানে অঞ্জন দত্ত-র ছবি তৈরি কথা শুনে, ফেলে আসা ফ্রেমে আরও একবার প্রেমিকাকে দেখতে চেয়েছিল ভক্তরা। তবে তার আগেই ছবি জড়ায় আইনি জটিলতায়।
আরও পড়ুন, '৬০০ কোটি পুড়ে ছাই', 'ব্রহ্মাস্ত্র' প্রসঙ্গে প্রতিক্রিয়া কঙ্গনার, নিশানায় কর্ণ-অয়ন
গতবছর এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে এর আগে রানা বলেছিলেন, 'এতবছর ধরে মানুষ কল্পনা করে এসেছেন বেলা বোস কেমন হবে। ইচ্ছা আছে দর্শকদের থেকেও মতামত জানতে চাইব।' যদি সেই তিমিরে আর রইল না, বদলাল পরিস্থিতি। তবে কী বেলা বোস-কে শেষ অবধি ফোনে যোগাযোগ করতে পারবে না ? সে কি ফিরবে প্রেমিকের কাছে। গোটাটাই এখন দাড়িয়ে আদলতের দরজায়।