Jio, Airtel 5G Tariff Plan: 5G পরিষেবা নিতে আরও টাকা, সিম বদলাতে হবে গ্রাহককে ?

5G Tariff Plan: দীপাবলির মধ্যেই বদলে যেতে পারে পরিস্থিতি। দেশের চার মহানগরে শুরু হতে চলেছে ৫জি পরিষেবা। কত টাকা বেশি দিতে হবে আপানাকে ?

Continues below advertisement

5G Tariff Plan: দীপাবলির মধ্যেই বদলে যেতে পারে পরিস্থিতি। দেশের চার মহানগরে শুরু হতে চলেছে ৫জি পরিষেবা। যা নিয়ে কিছু প্রশ্ন জাগছে গ্রাহকদের মনে। ৪জি সিমেই কি পাবেন ৫জি সার্ভিস ?

Continues below advertisement

সারা দেশে রিলায়েন্স জিও ও এয়ারটেলের বিপুল সংখ্যক ব্যবহারকারী রয়েছে। এই দুই সংস্থাই 5G পরিষেবা দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে। Jio ও Airtel 5G সংযোগের জন্য বেশি টাকা চার্জ না করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, উভয় কোম্পানির গ্রাহকরা বর্তমানের 4-জি ট্যারিফে 5-G এর আরও ভাল পরিষেবার সুবিধা নিতে পারবেন।

5G পরিষেবা চালুর প্রস্তুতি

জিও ও এয়ারটেলের পক্ষ থেকে বলা হয়েছে যে দীপাবলি উপলক্ষে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতার অনেক এলাকায় 5G পরিষেবা চালু করা হবে।

বাজারে 5G ফোন কম

বর্তমানে দেশে 5G ফোনের সংখ্যা সীমিত। 5G হ্যান্ডসেটগুলির বেশিরভাগই নির্দিষ্ট স্পেকট্রাম ব্যান্ড সাপোর্ট করে না। তাই প্রাথমিক পর্যায়ে 5G পরিষেবার বেশি গ্রাহক পাওয়া কঠিন বলে মনে করা হচ্ছে। এই কারণে, আলাদাভাবে 5G প্ল্যান চালু করার পরিবর্তে, উভয় সংস্থাই তাদের বিদ্যমান প্ল্যানগুলিতে নির্বাচিত গ্রাহকদের 5G পরিষেবা দেওয়ার পরিকল্পনা করছে।

4G থেকে 5G-তে যাওয়ার সময় সিম পরিবর্তন হবে না

আরও একটি বিষয় যে প্ল্যানটি 4G থেকে 5G পরিষেবাতে আপগ্রেড করার পরে সিম পরিবর্তন করতে হবে না। কেবল টেলিকম অপারেটরদের জানাতে হবে,  আপনার কাছে একটি 5G হ্যান্ডসেট রয়েছে। এই কাজ করলেই আর সমস্যা হবে না। এই পরিস্থিতিতে কোম্পানিগুলি গ্রাহকদের একটি বার্তা পাঠিয়ে সরাসরি তাদের 4G সংযোগকে 5G-তে রূপান্তর করবে।

পরিকল্পনাটি কি

প্রায় একই সঙ্গে 5G পরিষেবা চালু করতে চলেছে Airtel এবং Jio। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ২৯ অগস্ট কোম্পানির এজিএম-এ দীপাবলির সময় দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতার গুরুত্বপূর্ণ এলাকায় 5G পরিষেবা চালু করার ঘোষণা করেছেন। এর সঙ্গে তিনি ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে দেশের বাকি অংশে 5G পরিষেবা শুরু করার কথা বলেছেন।

পাশাপাশি ভারতী এয়ারটেল অক্টোবরেই তাদের 5G পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি ২০২৪ সালের মার্চের মধ্যে দেশের ৫০০০ এরও বেশি জায়গায় পরিষেবার প্রসার ঘটাতে চায়। Vodafone Idea এখনও 5G পরিষেবা শুরু করার বিষয়ে কোনও ঘোষণা করেনি।

Continues below advertisement
Sponsored Links by Taboola