কলকাতা: 'লাস্ট স্টোরিজ ২' নিয়ে দর্শকের মধ্য়ে চড়ছে উন্মাদনার পারদ।  এবার এই সিরিজে পরিচালনা প্রসঙ্গে খুললেন অভিনেত্রী কঙ্কনা। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, '  লাস্ট স্টোরিজ ২' গল্পে মহিলাদের নিজস্ব মত-ইচ্ছা প্রকাশের গল্পকে তুলে ধরতে চেয়েছি। যে কোনও বয়েসের মহিলাই নিজেদের বাসনার কথা প্রকাশ করতে পারেন, সেই কথা এই গল্পে সামনে আসতে চেয়েছি।


প্রসঙ্গত,  'লাস্ট স্টোরিজ ২' (Lust Stories 2) নিয়ে সম্প্রতি নিয়ে অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন কাজল। তিনি জানান, 'সময়ের সঙ্গে সঙ্গে ভালবাসার ভাষা বদলাচ্ছে। একটা সময় মানুষ প্রেম, ভালবাসা নিয়ে যা যা ভাবতেন, কল্পনা করতেন, তার সবটাই এখন বদলাচ্ছে। একসময় ভালবাসায় যে যে বিষয়গুলিকে অত্যন্ত প্রয়োজনীয়, বা প্যাশন বলে ভাবা হত, বর্তমান প্রজন্মের কাছে সেগুলো ভীষণ বোকা বোকা বা দমবন্ধ করা মনে হয়। এখন যদি কেউ ভালবাসা প্রকাশের জন্য ৩০টা টেক্সট পাঠায় বা ১৫টা চিঠি লেখে.. তাকে স্টকার বলা হয়। আমি তো বলব, বর্তমানে ভালবাসার ভাষা বদলে গিয়েছে। আর সিনেমা সেটাই তুলে ধরছে। সিনেমা চিরকালই জীবনের প্রতিচ্ছবি। মানুষের ভাবনা বদলালে, স্বভাব বদলালে সিনেমার ধাঁচও বদলাবে।'


আরও পড়ুন...


জিমে না গিয়েও কীভাবে খেয়াল রাখবেন শরীর-স্বাস্থ্যের? ফিট থাকতে প্রতিদিন করতে পারেন এই কাজগুলি


এর পাশাপাশি, (Lust Stories 2)-এ তমন্না ভাটিয়া (Tamannah Bhatia), বিজয় বর্মার (Vajay Varma) কেমিস্ট্রি নিয়ে চর্চা চলছেই।


একটি সাক্ষাৎকারে ‘লাস্ট স্টোরিজ ২’-এর কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তমন্না বলেন, 'অভিনেতা এবং মানুষ হিসেবে আমরা একে অপরের সঙ্গে স্বচ্ছন্দ। বিজয় আমাকে ইচ্ছেমতো কাজ করার স্বাধীনতা দেয়। আমরা সবসময় নিজেদের নিয়ে কাজ করি, কিভাবে একজন আরও ভাল অভিনেতা, একজন আরও ভাল মানুষ হওয়া যায় সেই চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত।‘


অন্যদিকে, বিজয় বর্মার কাজের প্রশংসা করতে গিয়ে তমন্না বলেছেন 'অভিনেতা হিসেবে বিজয় এককথায় অসাধারণ। বিজয় অত্যন্ত মেধাবী ও অত্যন্ত প্রতিভাবান অভিনেতা। প্রথম থেকেই তিনি তাঁর অভিনয়ের ছাপ ফেলেছেন। আর এখন ও যোগ্য সম্মান পাচ্ছেন। '


প্রেম, সম্পর্ক, চাহিদা ও সমাজের চিরাচরিত ধ্যানধারণাকে এক মজার মোড়কে তুলে ধরতে চলেছে 'লাস্ট স্টোরিজ ২'  (Lust Stories 2)। ২৯ তারিখ ওয়েব প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix)-এ মুক্তি পাবে এই ছবি।