কলকাতা: 'তোমাদের সবাইকে আমার ছোট্ট 'বাডি'-র সঙ্গে পরিচয় করিয়ে দিই। মায়ের চলে যাওয়ার পর আমি আর বাবা সিদ্ধান্ত নিই ওকে দত্তক নেওয়ার। তিন মাস হল মা নেই। এরমধ্যেই ও আমাদের সব দুঃখ কষ্টের সঙ্গে মানিয়ে নিতে শিখিয়ে দিয়েছে। সবসময় ওর দুষ্টুমি, বদমাইশি আমাদের সবকিছু ভুলিয়ে রাখে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, ওর আর আমার মায়ের জন্মদিন একই দিনে। ও আমাদের জীবনে আশীর্বাদের মতো। আমার এই একরত্তি ইনস্টাগ্রামেও রয়েছে....'
লম্বা পোস্ট, আর সঙ্গে দুটো ছবি। অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের কোলে একটি পোষ্য। সোশ্যাল মিডিয়ায় পরিবারে নতুন সদস্য আসার খবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সদ্য কৌশানি মুখোপাধ্যায়ের মা মারা গিয়েছেন। এরপরেই পরিবারে একরত্তিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একরত্তির সঙ্গে আলাপ করিয়ে দেন তিনি। শুধু তাই নয়, পোশ্যর নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিয়েছেন কৌশানি। পোস্টে ট্যাগ করেছেন বনি সেনগুপ্তকেও।
আরও পড়ুন: ভাঙা সম্পর্ক জুড়ছে ধুনশ-ঐশ্বর্যের? সাম্প্রতিক পোস্টে জল্পনা
দীপাবলির আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রীর মা সঙ্গীতা মুখোপাধ্যায়। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। কিডনি প্রতিস্থাপনও হয়েছে বেশ কয়েকদিন আগেই। এছাড়া আরও কিছু শারীরিক সমস্যা ছিল বলেও জানা যাচ্ছে। গত ২৩ অক্টোবর, সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মূলত কিডনির সমস্যার জন্যই ভর্তি হন। এরপর ফুসফুসেও সংক্রমণ ধরা পড়ে। কিন্তু, প্রিয়জনেদের শত প্রার্থনা, চিকিৎসকদের শত চেষ্টাকে ব্যর্থ করে শুক্রবার গভীর রাতেই না ফেরার দেশে পাড়ি দিলেন সঙ্গীতা মুখোপাধ্যায়।
এবারের সরস্বতী পুজো পরিবারের সঙ্গে মন্দারমণিতে কাটিয়েছেন বনি ও কৌশানি। সেখানেই সমুদ্র সৈকতে সার বেঁধে চলল 'পুষ্পা' কায়দায় নাচ। অল্লু অর্জুনের বিখ্যাত 'শ্রীভল্লি' স্টেপে মাত করলেন সকলে। 'নিয়ম' মেনে খুলে গেল পায়ের জুতো। সবশেষে হেসে গড়াগড়ি সকলে।
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">