কলকাতা: তাঁকে দর্শক সাধারণত গ্ল্যামারাস লুকে দেখেই অভ্যস্ত দর্শকেরা, তবে নতুন ছবিতে এক্কেবারে ডি-গ্ল্যাম লুকে তাক লাগিয়ে দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় (koushani mukherjee)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর নতুন ছবি 'বহুরূপী' (Bohurupi)-তে এক্কেবারে অন্য লুকে ধরা দিলেন কৌশানী। উইন্ডোজ়-এর সঙ্গে একটাই তাঁর প্রথম কাজ।
এই ছবিতে কৌশানী ছাড়াও রয়েছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও অন্যান্যরা। নির্মাতা সংস্থার দাবি, বাংলার প্রথম অ্যাকশন চেজ় ড্রামা হতে চলেছে এটি। আজ কৌশানীর যে লুক প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে তার কপালে চন্দন, নাকে নোলক, খোঁপায় পলাশের মালা। গলায় পুঁথির মালা। এই ছবিতে কৌশানীর চরিত্রের নাম হয়েছে ঝিমলি। নির্মাতা সংস্থা জানিয়েছেন, কৌশানীকে এর আগে এই চরিত্রে দেখা যায়নি। অনেক রকমের মোড় রয়েছে এই চরিত্রে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বিপরীতে জুটি হিসেবে দেখা যাবে কৌশানীকে।
এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে কৌশানী বলেছেন, 'শিবুদা আর নন্দিতাদির সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল বহুদিনের। ওঁদের সঙ্গে কাজ করা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। প্রথমদিন শ্যুটিংয়ে এসে আমি একটু ভয়ে ভয়েই ছিলাম। কিন্তু ওঁরা আমায় ভীষণভাবে সাবলীল করে তুলেছিলেন প্রথম থেকেই। প্রথমবার কাজ করছি উইন্ডোজ়-এর সঙ্গে, আর প্রথম কাজেই এমন একটা চরিত্র আমায় ভরসা করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। ভীষণ কষ্ট করে, পরিশ্রম করে ছবিটার শ্যুটিং করেছি। আশা করি দর্শকদের আমাদের ছবিটা ভাল লাগবে। দর্শকেরা আবিষ্কার করবেন নতুন 'আমি'-কে। এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই প্রচুর ফোন পেয়েছি। সবারই আমার লুকটা পছন্দ হয়েছে। আশা করছি এবার পুজোয় দর্শকদের আমার এই ছবিটা ভাল লাগবে।'
এই ছবি মুক্তি পাওয়ার কথা এবারের পুজোয়। 'বহুরূপী'-র পাশাপাশি এবার পুজোয় মুক্তি পাওয়ার কথা রাহুলের নতুন ছবির। তালিকায় রয়েছে দেবের 'টেক্কা'-ও।
আরও পড়ুন: Tishaa Kumar: ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত টি-সিরিজ পরিবারের কন্যা তিশা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।