মুম্বই: বলিউডে কেরিয়ার শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে। খুব বেশি বছর বলিউড যাত্রা শুরু হয়নি। কিন্তু এরইমধ্যে দর্শকের পছন্দের তালিকায় জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেত্রী কৃতী শ্যানন (Kriti Sanon)। বিশেষ করে তাঁর 'মিমি' ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে বলিউডের অন্দর এবং অনুরাগীদের থেকে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে, 'মিমি' ছবিটিই অভিনেত্রী কৃতী শ্যাননের কেরিয়ারের সবথেকে উল্লেখযোগ্য ছবি। আর নিঃসন্দেহে এই ছবিতে প্রশংসনীয় অভিনয় করেছেন কৃতী। সম্প্রতি একটি সাক্ষাতকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, কীভাবে একসঙ্গে অনেকগুলির ছবির কাজ সামলান তিনি? প্রশ্নের উত্তরে অভিনেত্রী যা বলেন, তা প্রেরণা দেবে আপনাকেও।
সম্প্রতি এক সাক্ষাতকারে বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন জানালেন কীভাবে তিনি একসঙ্গে অনেকগুলো ছবির কাজ সামলান। কৃতী বলেন, 'আমি যখন সেটে যাই, তখন ওখানে বাকি সমস্ত ছবির স্ক্রিপ্ট পাশে রেখে যে দৃশ্যটার শ্যুটিং করব সেটাকে সঙ্গে রাখি। সেই স্ক্রিপ্টটার সঙ্গে একাত্ম্য হতে থাকি। পুরো স্ক্রিপ্টটা পরে ফেলি। আর তারপর পারফর্ম করি। আমার অভ্যাস আছে স্ক্রিপ্টের উপর কীভাবে অভিনয় করব তা লিখে রাখা। প্রতিটা ক্ষেত্রেই আমি তা করি। তাই আমার কোনও অসুবিধাই হয় না।'
একটা চরিত্র থেকে যখন অন্য আর একটা চরিত্রের অভিনয় করা খুবই কঠিন ব্যাপার। কীভাবে সেই কঠিন পরিস্থিতি সামলান কৃতী শ্যানন? অভিনেত্রী বলেন, 'যখন আমি সেটে থাকি, আমি নিজের মনকে নিশ্চিত করি যে এবার আমাকে ওই চরিত্রের মধ্যে ঢুকে যেতে হবে। আর মেকআপ করার সময় থেকে আমি চরিত্রের মধ্যে ঢুকে যেতে থাকি। তাই একসঙ্গে অনেকগুলো ছবির কাজ করতে আমার সমস্যা হয় না।'
২০২১ সালে মুক্তি পাওয়া কৃতী শ্যানন অভিনীত 'মিমি' ছবিটি ব্লকবাস্টার হিট হয়। অভিনয়ে প্রশংসিত হন কৃতী। তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে প্রভাসের 'আদিপুরুষ' ছবিতে। এছাড়াও তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। কৃতীকে দেখা যাবে 'বচ্চন পাণ্ডে', 'গণপত', 'ভেড়িয়া', 'শেহজাদা' ছবিতে। প্রতিটা ছবিতে আলাদা আলাদা নায়কের বিপরীতে অভিনয় করছেন তিনি।