মুম্বই: বলিউড তারকাদের আক্রমণ থেকে বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য। প্রাক্তন অভিনেতা কেআরকে (KRK) বা কমল রসিদ খান নানা সময়ই চর্চায় থাকেন। সোশ্যাল মিডিয়ায় একাধিক সময়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তার জন্য জেলেও যেতে হয় তাঁকে। আর এবার সলমন খানের (Salman Khan) কাছে ক্ষমা চেয়ে নিলেন কেআরকে।


ক্ষমা চাইলেন কেআরকে-


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কেআরকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'সংবাদ মাধ্যমের সমস্ত মানুষদের জানাতে চাই যে, আমার গ্রেফতারির পিছনে একেবারেই দায়ী নন সলমন খান (Salman Khan)। আমি এমনটা আগে ভেবেছিলাম। কিন্তু পিছন থেকে অন্য কেউ খেলা খেলছে। ভাইজান আমি খুবই দুঃখিত তোমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করার জন্য। কোনওভাবে তোমাকে দুধ দিয়ে থাকলে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার ছবির আর রিভিউ করব না, এমন সিদ্ধান্তও আমি নিয়েছি।'


অন্য আরও একটি টুইটে কেআরকে লেখেন, 'অনেকেই মেনে করেন, আমার গ্রেফতারির পিছনে কর্ণ জোহরের (Karan Johar) হাত রয়েছে। কিন্তু আমি ফের বলতে চাই যে, এটা সঠিক তথ্য নয়। কর্ণ জোহরের সঙ্গে আমার গ্রেফতারির কোনও সম্পর্ক নেই। ধন্যবাদ।'



আরও পড়ুন - Katrina Kaif: ক্যাটরিনাকে কী নামে ডাকেন ভিকির বাবা-মা?


প্রসঙ্গত, কমল আর খানকে তাঁর করা দুটি পুরনো ট্যুইটের কারণে গ্রেফতার করা হয়। অভিযোগ, ২০২০ সালে ইরফান খান (Irrfan Khan) ও ঋষি কপূরকে (Rishi Kapoor) নিয়ে করা কেআরকে-র ট্যুইটের বিরুদ্ধে যুব সেনা সদস্য রাহুল কনল (Rahul Kanal) মালাড পুলিশ স্টেশনে কমল আর খানের নামে অভিযোগ দায়ের করেছিলেন। ২০২১ সালের শ্লীলতাহানির মামলায় জামিন পেয়েছেন কমল আর খান, তবে ট্যুইটকাণ্ডের মামলায় এখনও জেলেই থাকতে হবে তাঁকে। বিতর্কিত ট্যুইটের জন্যই বিশেষ খ্যাত কেআরকে। সোশ্যাল মিডিয়ায় প্রয়াত দুই অভিনেতা ইরফান ও ঋষি কপূরকে আক্রমণ করে করা কেআরকে-র ট্যুইটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়। ২০২০ সালেই এফআইআরও দায়ের হয় তাঁর বিরুদ্ধে। মামলাকারী যুব সেনা নেতা রাহুল কনল। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ২৯৪, ৫০০, ৫০১, ৫০৫, ৬৭, ৯৮ ধারার অধীনে গ্রেফতার করা হয় তাঁকে।