কলকাতা: অভিনেতা হৃত্বিক রোশন (Hrithik Roshan) এবার পরিচালক। পর্দায় নতুন ভূমিকায় হাতেখড়ি হতে চলেছে তাঁদের। তবে এই ছবিতে শুধুমাত্র পরিচালক নয়, মুখ্য ভূমিকাতেও অভিনয় করবেন হৃতিক। তবে জানা যাচ্ছে, কেবল একটা ভূমিকা নয়, চারটি ভূমিকায় দেখা যাবে হৃত্বিককে। বাবা রোহিত, সুপার হিরো 'ক্রিশ'-এর সঙ্গে সঙ্গে ভিলেনের ভূমিকাতেও অভিনয় করবেন হৃত্বিক। মোট ৩টি ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে বর্তমানে গুঞ্জনে শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি ফের জুটি বাঁধতে দেখা যাবে প্রীতি জিন্টা (Preeti Zinta)-কে। 'কোই মিল গ্যায়া' ছবিতে হৃত্বিকের সঙ্গে জুটি হিসেবে দেখা গিয়েছিল প্রীতি জিন্টাকে। আর 'ক্রিশ' ৪-এ দেখা যাবে প্রীতি আর হৃতিককে। জানা যাচ্ছে, এই সিনেমাতে একদিকে যেমন গল্প থাকবে, তেমনই থাকবে বিশ্বমানের অ্যাকশন।
এই দুটি চমকেই 'কৃশ ৪' আগের থেকে অনেক বেশি আকর্ষণীয় হতে পারে বলে মনে করছেন দর্শকেরা। কৃশ-এর ফ্রাঞ্চাইজির এমনিই একটা ফ্যানবেস রয়েছে। আর এবার মনে করা হচ্ছে, পরিচালকের আসনে বসে ঋত্বিক চমক দিতে পারেন। সোশ্যাল মিডিয়ায় এই খবরে সিলমোহর দিয়ে রাকেশ রোশন লিখেছিলেন, 'ডুগ্গু, ২৫ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। এই বার আমি তোমাকে পরিচালক হিসেবে লঞ্চ করছি'।
আপাতত 'ওয়ার ২' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত হৃত্বিক। এই ছবির চমক দুই হেভিওয়েট তারকা। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। অ্যাকশন প্যাকড এই ছবিতে থাকছে নাচ গানের মতো বিনোদনও। শোনা যাচ্ছে, এই ছবির একটি গানের জন্য নাচের অভ্যাস করছিলেন হৃতিক ও জুনিয়র এনটিআর। দুই তারকাকে এক ছবিতে, এর গানে নাচের তালে পা মেলাতে দেখা যাবে, এটাই তো যথেষ্ট উত্তেজনার খবর অনুরাগীদের কাছে। তবে এই গানের নৃত্য অভ্যাস করতে গিয়েই হল কাল। এই গানের নাচ অভ্যাস করার সময় হৃতিকের পায়ে একটি চোট লাগে। সঙ্গে সঙ্গে সেটে ডেকে পাঠানো হয় চিকিৎসকদের। চিকিৎসকেরা পরীক্ষা করে বলেন, হৃতিকের পায়ের চোট তেমন গুরুতর নয়। তবে চিকিৎসক নিদান দেন, কোনও রকম ঝুঁকি না নিয়ে হৃতিকের বিশ্রাম নেওয়াই শ্রেয়। চিকিৎসকের কথা মতো, চার সপ্তাহ বিশ্রাম নিতে হয়েছে হৃতিককে। এর ফলে কিছুদিন থমকে ছিল 'ওয়ার ২'-এর শ্যুটিং।
'ওয়ার ২'-এর শ্যুটিং শেষ হওয়ার পরেই 'ক্রিশ ৪'-এর কাজে হাত দেবেন হৃত্বিক।