মুম্বই: প্রযোজক একতা কপূরের আগামী ছবি কেটিনা-র শ্যুটিং শুরু হল। একতা নিজেই ইনস্টাগ্রামে শ্যুটিংয়ের একটি ছবি পোস্ট করেছেন, লিখেছেন, কেটিনার সবাইকে জয় মাতাদি!

একতা আরও লিখেছেন, ওর আসল নাম টিনা কিন্তু নামের আগে কে বসিয়েছে, কে নাকি ওর পক্ষে শুভ। আর আঙুলে এত আংটি কে পরে?


শোনা যাচ্ছে, ছবির নায়িকা দিশা পাটানি এখানে একতারই চরিত্রে। এক কুসংস্কারগ্রস্ত পঞ্জাবি তরুণীর চরিত্রে রয়েছেন তিনি। অনেকে বলছেন, তৈরি হচ্ছে বলিউডের অন্যতম সেরা প্রযোজক, জিতেন্দ্র কন্যার বায়োপিক। আর ইংরেজি কে অক্ষরের প্রতি একতার টানের কথা কে না জানে!

ছবির গল্প লিখেছেন রাজ শাণ্ডিল্য, যিনি আয়ুষ্মান খুরানার ড্রিম গার্ল-এর মাধ্যমে বলিউডে পা রেখেছেন। পরিচালনা করছেন অসীমা ছিব্বার।