চণ্ডীগড় ও নয়াদিল্লি: জল্পনার অবসান। বিজেপির সঙ্গেই হাত মেলাল দুষ্যন্ত চৌটালার জননায়ক জনতা পার্টি (জেজেপি)। হরিয়ানায় সরকার গঠন করতে চলেছে বিজেপি-জেজেপি জোট। উপ-মুখ্যমন্ত্রী হতে চলেছেন দুষ্যন্ত।
শুক্রবার রাতে, দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে একসঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মনোহর খট্টর ও দুষ্যন্ত। কিছুক্ষণ পর দুজনকে নিয়ে বেরিয়ে আসেন অমিত। অপেক্ষারত সাংবাদিকদের তিনি জোটের কথা ঘোষণা করেন। বলেন, হরিয়ানার মানুষের রায় মেনে নিয়ে দুই দলের নেতারা স্থির করেছেন, একসঙ্গে হরিয়ানায় সরকার গঠন করবেন। মুখ্যমন্ত্রী হবে বিজেপির, উপ-মুখ্যমন্ত্রী জেজেপির।
শাহ যোগ করেন, একাধিক নির্দল প্রার্থীও বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শনিবার সরকারিভাবে সরকার গঠনের দাবি পেশ করা হবে। সূত্রের খবর, আগামীকাল রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন মুখ্যমন্ত্রী মনোহর খট্টর।
এবারের নির্বাচনে সকলকে চমকে দিয়েছে জেজেপি। বয়স মাত্র ১১ মাস। কিন্তু, তাতে কি! প্রথম নির্বাচনেই ১০টি আসন জিতে তাক লাগিয়ে দিয়েছে দুষ্যন্ত চৌটালার দল। অন্যদিকে, ৯০-আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় বিজেপি জিতেছে ৪০টি আসন। কংগ্রেস জেতে ৩১টি। যে কারণে, বিধানসভা ত্রিশঙ্কু হওয়ায় সরকার গঠনে ‘কিংমেকার’ হিসেবে উঠে আসে জেজেপি।
এদিন সাংবাদিক সম্মেলনে দুষ্যন্ত বলেন, হরিয়ানা স্থিতিশীল সরকার গঠন করতে বিজেপি ও জেজেপির একে অপরের হাত ধরা উচিত ছিল। আমি এর জন্য অমিতজি(শাহ) ও (জে পি)নাড্ডাজির কাছে আমি কৃতজ্ঞ।
এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি কার্যকরী সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাদ ঠাকুরও।
উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন দুষ্যন্ত চৌটালা, হরিয়ানায় সরকার গড়ছে বিজেপি-জেজেপি জোট
Web Desk, ABP Ananda
Updated at:
25 Oct 2019 10:55 PM (IST)
আগামীকাল রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন মুখ্যমন্ত্রী মনোহর খট্টর।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -