কলকাতা: ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল কর্ণ জোহরের ব্লকবাস্টার ছবি 'কুছ কুছ হোতা হ্য়ায়' (Kuch Kuch Hota Hai)। ধর্মা প্রোডাকশানের এই ছবি বছরের পর বছর সমাদৃত হয়ে এসেছে দর্শকমহলে। আগামী ১৬ই অক্টোবর পঁচিশ বছর পার করতে চলেছে শাহরুখ খান (Shah Rukh Khan), কাজল (Kajol) ও রানি মুখোপাধ্য়ায় (Rani Mukherjee) অভিনীত এই ছবি।  আর এই কারণেই একটি জমকালো স্ক্রিনিং আয়োজন করল  মুম্বইয়ের পিভিআর (PVR) ভারসোভা। 


ছবির টিকিটের (Ticket) মূল্য় ছিল মাত্র ২৫ টাকা। সূত্রের খবর অনুযায়ী, মাত্র পঁচিশ মিনিটেই বিক্রি হয়ে গেছে সমস্ত টিকিট। ১৫ অক্টোবর, রবিবার মুম্বইয়ের (Mumbai) পিভিআর ভারসোভায় সন্ধে ৭টা থেকে এই ছবির স্ক্রিনিং হবে। দাম কম হওয়ার জন্য়ই খুব তাড়াতাড়ি টিকিট বিক্রি হয়ে গেছে। 


আরও পড়ুন...


রণবীর কপূর অভিনীত 'রামায়ণ'-এ হনুমানের চরিত্রে সানি দেওল? খবর সূত্রের


উল্লেখ্য়, 'কুছ কুছ হোতা হ্য়ায়' ছবিটি একাধিক পুরস্কারে (award) সম্মানিত হয়েছিল। শ্রেষ্ঠ সুস্থ্য বিনোদন প্রদানকারী জনপ্রিয় চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছিল। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, জি সিনে পুরস্কার, স্ক্রিন পুরস্কার ও বলিউড মুভি পুরস্কার পায় ছবিটি।। চলচ্চিত্রটি আটটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে এবং একমাত্র চলচ্চিত্র হিসেবে অভিনয়ের চারটি বিভাগে তথা শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার লাভ করে।


কেমন ছিল এই ছবির গল্প?


রাহুল (শাহরুখ খান) ও অঞ্জলি (কাজল) কলেজের সহপাঠী এবং ঘনিষ্ঠ বন্ধু। রাহুল কলেজে নবাগত টিনার (রানি মুখোপাধ্যায়) প্রেমে পড়ে। অঞ্জলি এতদিন রাহুলকে বন্ধু হিসাবে দেখলেও এখন উপলব্ধি করে সেও রাহুলকে ভালোবাসে। রাহুল-টিনার সম্পর্ক শুরু পর অঞ্জলি কলেজ ছেড়ে চলে যায়। রাহুল ও টিনার বিয়ে হলেও সন্তান জন্ম দেওয়ার সময় টিনার মৃত্য়ু হয়। তাদের সন্তানের নাম রাখা হয় অঞ্জলি। আট বছর পর মায়ের লেখা চিঠি থেকে অঞ্জলি সব জানতে পেরে রাহুল ও অঞ্জলির পুনর্মিলন ঘটাবার চেষ্টা করে। ও শেষমেষ রাহুল ও অঞ্জলির চারহাত এক হয়।


উল্লেখ্য় এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছিলেন যতীন-ললিত।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial